সুখবর! মাত্র 299 টাকায় বাড়ি নিয়ে আসুন Itel এর নতুন স্মার্টফোন, কীভাবে পাবেন এই অফার

সুখবর! মাত্র 299 টাকায় বাড়ি নিয়ে আসুন Itel এর নতুন স্মার্টফোন, কীভাবে পাবেন এই অফার
HIGHLIGHTS

Itel এর এই দুর্দান্ত স্মার্টফোন মাত্র 299 টাকায় কেনা যাবে, কীভাবে পাবেন এই অফার

Itel তার Itel Vision 1, Itel Vision 1 Pro, Itel A25 Pro এবং Itel A48 মতো দুর্দান্ত 4G স্মার্টফোনের বিক্রি বাড়ানোর জন্য Bajaj Finserv এর সাথে পার্টনারশিপ করে অফার নিয়ে এসছে

Itel তার গ্রাহকদের আকৃষ্ট করতে এবং Itel Vision 1, Itel Vision 1 Pro, Itel A25 Pro এবং Itel A48 মতো দুর্দান্ত 4G স্মার্টফোনে বিক্রি বাড়ানোর জন্য Bajaj Finserv এর সাথে পার্টনারশিপ করে বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে। এই অফারের আওতায় আপনি মাত্র 299 টাকায় দুর্দান্ত ফিচার এবং বড় স্ক্রিন সহ মোবাইল কেনার সুযোগ পাবেন। তবে আপনাদের বলে দি যে মোবাইলের দাম অন্য কিছু এবং আপনি এটি 299 টাকায় কিনতে পারবেন। তবে আপনাকে এর জন্য পরে EMI দিতে হবে, যার অতিরিক্ত কোনও দাম নেই। সব মিলিয়ে আপনি মাত্র 299 টাকা দিয়ে Itel মোবাইল বাড়ি নিয়ে যেতে পারবেন।

1200 শহরে পাওয়া যাবে এই অফার

Itel এর মোবাইল মাত্র 299 টাকায় তারা কিনতে পারবেন যাদের কাছে Bajaj Finserv EMI Network Card রয়েছে। আইটেল এবং বাজাজ ফিনসার্ভ এর এই ভারতের 1,200 বেশি শহরে পাওয়া যাবে এবং আপনি যদি এই অফারের সুবিধা নিতে চান তবে মাত্র Bajaj Finserv এর EMI নেটওয়ার্ক কার্ড এবং 299 টাকা নিয়ে দোকানে যান এবং 5-7 হাজার টাকার ফোন মাত্র 299 টাকায় বাড়ি নিয়ে যেতে পারবেন।

আইটেল এর এই অফার আনার উদ্দেশ্য হল লোকেদের কম টাকায় ভাল 4G স্মার্টফোন পৌঁছে দেওয়া। এর পাশাপাশি মাত্র 299 টাকার প্রাথমিক দাম এবং 6 মাসের EMI তে পেমেন্ট করতে পারে।

Itel অফার এবং স্কিম

এবার কথা Itel और Bajaj Finserv এর অফার এবং স্কিম নিয়ে। বলে দি যে ‘Double Zero’ স্কিমে Itel Vision 1 এর 3GB র‌্যাম ভ্যারিয়্যান্ট, Vision 1 Pro, itel A25 Pro এবং itel A48 ফোন আপনি 299 টাকার প্রসেসিং ফি দিয়ে কিনতে পারবেন এবং তারপর 6 মাসের জন্য 1,750 টাকা, 1,725 টাকার সাথে 1,275 এবং 1,525 টাকা EMI দিতে পারবেন। পাশাপাশি, ‘No-Cost EMI’ অফারে Itel A48, Vision 1 Pro, Vision 1 ফোন 299 টাকার প্রসেসিং ফি এর সাথে 1,220 টাকায়, 1,380 টাকা এবং 1400 টাকা নো-কোস্ট EMI ভরতে পারবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo