লঞ্চের আগে iQOO Neo 10R ফোনের দাম হল লিক, 6400mAh ব্যাটারি এবং 12GB RAM সহ হবে এন্ট্রি

Updated on 21-Feb-2025

আইকিউ ভারতে একটি নতুন মোবাইল iQOO Neo 10R ফোনটি 11 মার্চ লঞ্চ করবে। এটি হাইএন্ড স্পেসিফিকেশন সহ পাওয়ারফুল স্মার্টফোন হবে যা Snapdragon 8s Gen 3 প্রসেসর সাপোর্ট করবে। এছাড়া কোম্পানি এতে 6400mAh ব্যাটারি অফার করবে। তবে বাজারে আসার আগেই এই ফোনের দাম লিক হয় গেছে। আপকামিং আইকিউ নিও 10আর ফোনের বক্স প্রাইস ইন্টারনেটে প্রকাশ হয়েছে। আসুন জেনে নেওয়া যাক।

iQOO Neo 10R ফোনের দাম লিক

আইকিউ নিও 10আর ফোনের দাম টিপস্টার যোগেশ বরার শেয়ার করেছে। টিপস্টার এর তরফে ফোনের 12GB RAM সহ মডেল বক্স প্রাইস শেয়ার করা হয়েছে। এখানে ফোনের দাম 35,999 টাকা বলা হয়েছে। এটি iQOO Neo 10R এর 12GB+256GB স্টোরেজ মডেলের দাম হবে। তবে লিক থেকে এটি জানা গেছে যে আইকু নিও 10আর ফোনের এই মডেলটি ছাড় এবং ব্যাঙ্ক অফারের সাথে 30 হাজার টাকার কম দামে বিক্রি হতে পারে।

আরও পড়ুন: 4000 টাকা সস্তায় মিলছে 50MP সেলফি ক্যামেরা সহ Vivo 5G ফোন, রয়েছে 5500mAh ব্যাটারি সহ শক্তিশালী প্রসেসর

আইকিউ নিও 10আর ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কেমন হবে

প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে আইকিউ নিও 10আর মোবাইল ফোন কোয়ালকম এর Snapdragon 8s Gen 3 অক্টা-কোর প্রসেসর সহ লঞ্চ করা হবে।

গেমিংয়ের জন্য আইকু মোবাইল গেমিং বিশেষ হতে চলেছে। এতে ইন-বিল্ট FPS মিটার থাকবে যার সাথে 2000Hz ইন্সটেন্ট টাচ স্যাম্পলিং রেট পাওয়া যাবে। এই স্মার্টফোনে 6000mm2 Vapour Cooling চেম্বার দেওয়া যা হেভি গেমিংয়ের সময় ফোনকে গরম হতে দেয় না।

ব্যাটারি: পাওয়ার দিতে কোম্পানি নিশ্চিত করেছে যে আইকিউ নিও 10আর স্মার্টফোনে শক্তিশালী 6400mAh এর ব্যাটারি দেওয়া হবে। কোম্পানির দাবি যে আইকিউ নিও 10আর ফোনটি এত বড় ব্যাটারি সহ ভারতের সবচেয়ে পাতলা মোবাইল ফোন হবে। এই বড় ব্যাটারিকে চার্জ করতে এতে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।

আরও পড়ুন: Apple এর সস্তা iPhone 16e ভারতে লঞ্চ, পাওয়ারফুল A18 চিপ এবং 48MP দুর্দান্ত ক্যামেরা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :