13,000 টাকা বাম্পার ছাড়ে কেনা যাবে 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং 16GB RAM সহ iQOO 5G ফোন, জানুন কোথায় পাবেন অফার

HIGHLIGHTS

আপনি কি গেমিং স্মার্টফোন খুঁজছেন যা ফ্ল্যাগশিপ ফিচার অফার করে তবে iQOO 12 একটি ভাল বিকল্প হতে পারে

আইকিউ ১২ ফোনটি Amazon সাইটে ডিসকাউন্টে বিক্রি হচ্ছে

আইকিউ ফোনটি দুর্দান্ত AMOLED ডিসপ্লে, Snapdragon 8 সিরিজ প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং পাওয়ারফুল ব্যাটারি অফার করে

13,000 টাকা বাম্পার ছাড়ে কেনা যাবে 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং 16GB RAM সহ iQOO 5G ফোন, জানুন কোথায় পাবেন অফার

আপনি কি গেমিং স্মার্টফোন খুঁজছেন যা ফ্ল্যাগশিপ ফিচার অফার করে এবং কম বাজেটে কেনা যাবে। তবে iQOO 12 ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। আসলে আইকিউ ১২ ফোনটি Amazon সাইটে ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। আইকিউ ১২ ফোনটি দুর্দান্ত ডিল সহ দেদার ছাড়ে কেনা যাবে। আইকিউ ফোনটি দুর্দান্ত AMOLED ডিসপ্লে, Snapdragon 8 সিরিজ প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং পাওয়ারফুল ব্যাটারি মতো ফিচার অফার করে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

বলে দি যে আইকিউ ১২ ফোনের এই ডিল 16GB RAM, 512GB স্টোরেজ মডেলে পাওয়া যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক আইকিউ ১২ ফোনের এই ডিল সম্পর্কে।

আরও পড়ুন: TCL লঞ্চ করল ভারতে নতুন Smart TV, 43 ইঞ্চি থেকে 98 ইঞ্চি পর্যন্ত বড় টিভির দাম কত জানুন

iQOO 12 ফোনের দাম কত

iQOO 12 price drops

আইকিউ ১২ ফোনটি বর্তমানে Amazon সাইটে কোনো ব্যাঙ্ক অফার ছাড়াই 44,999 টাকায় কেনা যাবে। তবে এই ফোনের আসল দাম 57,999 টাকা। আপনি যদি Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তবে এতে 1349 টাকার ক্যাশব্যাক পেতে পারেন। শুধু তাই নয়, গ্রাহকরা ইএমআই অপশনে প্রতিমাসে 2182 টাকা খরচে এই ফোনটি কিনতে পারবেন।

এখাানেই শেষ নয়, গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 39,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।

আইকিউ ১২ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, আইকিউ ১২ ফোনে 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং 1.5K রেজোলিউশন, HDR10+ সাপোর্ট এবং 144Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। আইকু ১২ ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরে কাজ করে, যা Q1 গেমিং চিপসেট সহ পেয়ার করা। আইকিউ ফোনে 16GB RAM এবং 512GB পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে আইকিউ ১২ ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসে যা 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং 3x অপটিকাল জুম এবং 100W ডিজিটাল জুম সহ 64 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সহ পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 16 মেগাপিক্সেল পাওয়া যাবে। পাওয়ার দিতে আইকিউ ১২ ফোনটি 5000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Oppo 5G Smartphones under Rs 12000: ১২ হাজার টাকার কম দামে দুর্দান্ত ওপ্পো ৫জি স্মার্টফোন, 5100mAh ব্যাটারি সহ দুর্দান্ত ক্যামেরা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo