আগামী মাসেই বাজারে আসছে iQoo 10, লঞ্চের আগেই জেনে নিন ফোনের ফিচার এবং দাম

HIGHLIGHTS

iQ00 10 আসতে চলেছে বাজারে, জানা গেল কবে লঞ্চ হবে এই ফোনটি

জুলাই মাসে আপাতত চিনে লঞ্চ হবে iQ00 10

লঞ্চ হওয়ার আগেই প্রকাশ্যে এল দাম এবং অন্যান্য ফিচার্স

আগামী মাসেই বাজারে আসছে iQoo 10, লঞ্চের আগেই জেনে নিন ফোনের ফিচার এবং দাম

iQ00 9T ফোনটি জুলাই মাসে ভারতের বাজারে আসতে চলেছে। এই ফোনটিতে রয়েছে snapdragon 8+ Gen 1 প্রসেসর। সঙ্গে আছে AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এর সঙ্গে। তারই মাঝে প্রকাশ্যে এল iQ00 10 এর লঞ্চের সময় এবং দাম সহ অন্যান্য স্পেসিফিকেশন।  iQ00 তার নতুন ফোনগুলো নিয়ে যথেষ্ট কাজ করে চলেছে। সব ফোনেই থাকছে অত্যাধুনিক ফিচার। 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iQ00 10 এর লঞ্চের বিষয়টি জানা গেল একটি বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের থেকে। Weibo পোস্টের মাধ্যমে এই কথা প্রকাশ্যে আসে।  এর আগে এই টিপস্টার আভাস দিয়েছিল যে  iQ00 10 200W ফাস্ট চার্জিংয়ের সুবিধা নিয়ে আসছে। সঙ্গে থাকবে Snapdragon 8+ Gen1 SoC প্রসেসর। এবার দেখে নেওয়া যাক গ্রাহকরা এই নতুন ফোনটি থেকে কী কী পেতে চলেছে। 

কবে লঞ্চ হচ্ছে iQ00 10?

টিপস্টারের মতে জুলাই মাসেই চিনে লঞ্চ হতে চলেছে iQ00 10। যদিও সঠিক তারিখ এখনও জানায়নি তারা, তবে এই ফোনের স্পেসিফিকেশনগুলো প্রকাশ্যে এসেছে।

 

iq0010

কী কী জানা যাচ্ছে iQ00 10 সম্পর্কে?

Gizmochina এর মতে weibo পোস্টের কমেন্টে সেকশন থেকে জানা যাচ্ছে এই ফোনটি ভ্যানিলা iQ00 10। এর আগে টিপস্টার বলেছিল যে iQ00 10 গেমিং এর জন্য একটি আদর্শ ফোন হতে চলেছে। কিন্তু iQ00 09 তুলনায় আহামরি কোনও আপগ্রেডেশন এই ফোনে পাওয়া যাবে না। 
যতদূর জানা যাচ্ছে, এই ফোনটিতে 6.78 ইঞ্চির  স্ক্রিন সহ AMOLED প্যানেল এবং full HD ডিসপ্লে থাকবে এবং সঙ্গে থাকবে 120 Hz এর রিফ্রেশ রেট। DC Dimming সাপোর্টও থাকবে এই ফোনে, এমনটাই জানা যাচ্ছে। 
Qualcomm SM8475 চিপসেট থাকতে চলেছে এই ফোনে যেটি কী না একটি snapdragon 8+ Gen 1 চিপসেট। iQ00 10 এ 12GB RAM থাকবে বলেই মনে করা হচ্ছে, সঙ্গে থাকবে 120W ফাস্ট চার্জিং এর সুবিধা।  এর পাশাপাশি ফোনটিতে 1-1.5 ইঞ্চ সাইজের 50 মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা থাকবে। 50 মেগাপিক্সেলের সঙ্গে আরও দুটি রিয়ার ক্যামেরা থাকবে 13 এবং 12 মেগাপিক্সেলের। সঙ্গে আছে 4700mAh এর ব্যাটারি। 

 

আপাতত এতটুকুই জানা গিয়েছে iQ00 10 সম্পর্কে। আশা রাখা যায় সময়ের সঙ্গে এই ফোনের ব্যাপারে আরও তথ্য প্রকাশ্যে আসবে। 

এক নজরে দেখে নেওয়া যাক কী কী থাকছে এই ফোনে। 

• Qualcomm snapdragon 8+ Gen 1 চিপসেট
• 12 GB  RAM
• 6.78 ইঞ্চ স্ক্রিন
• 50+13+12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
• 4700mAh ব্যাটারি, ইত্যাদি

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo