আজকে Huawei Y9 ফোনটির প্রথম সেল হবে, দাম 15,990 টাকা

আজকে Huawei Y9 ফোনটির প্রথম সেল হবে, দাম 15,990 টাকা
HIGHLIGHTS

অ্যামাজন ইন্ডিয়াতে আজকে লেটেস্ট Huawei Y9 ফোনটির প্রথম সেল শুরু হবে, আর এই ফোনটির দাম 15,990 টাকা

গত সপ্তাহে Huawei তাদের Y সিরিজের সপ্রথম স্মার্টফোন Huawei Y9(2019) লঞ্চ করেছে। আর এই মিড রেঞ্জ ফোনটির দাম 15,990 টাকা। আর আজকে এই ডিভাইসটি দুপুর 12টার সময়ে অ্যামাজন ইন্ডিয়াতে কেনা যাবে। Huawei Y9 ফোনটি কিনলে ইউজার্সরা 2,990 টাকা দামের Rocker Sports Bluetooth হ্যান্ডসেটটি ফ্রিতে পাবে। আর এই স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক আর সাফায়ার ব্লু কালারে কেনা যাবে। স্মার্টফোনটি দুপুর 12টার সময়ে সেলে আসবে।

নতুন লঞ্চ হওয়া Huawei Y9(2019) ফোনটি অল্প বয়সীদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। আর এই স্মার্টফোনটি 6.5 ইঞ্চির বড় ডিসপ্লে আর 4,000 mAh য়ের ব্যাটারি যুক্ত এই স্মার্ট ফোনের ক্যামেরা Mate 20 Pro, Huawei P20 Pro, Huawei P20 Lite, Huawei Nova 3 আর Huawei Nova 3i য়ের লাইনাপের ক্যামেরা। আর এই হ্যান্ডসেটটি Xiaomi Redmi Note 6 Pro, Asus Zenfone Max Pro M2, Nokia 6.1 Plus, Motorola One Powe আর Realme 2 Pro ফোনের সঙ্গে প্রতিযোগিতায় আসবে।

Huawei Y9 স্মার্টফোনটির স্পেসিফিকেশান

Huawei Y9 ফোনটিতে 6.5 ইঞ্চির LCD ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 2340×1080 পিকাস্ল আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে হিলিকন কিরিন 710 SoC আছে আর এই ফোনটি AI পাওয়ার 7.0 যুক্ত আর এই ফোনটি সমস্ত AI কাজ করে। আর এই ফোনে 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনটি কোম্পানির GPU টার্বো চার্জ প্রযুক্তির সঙ্গে এসেছে আর যা এই ডিভাইসের গ্রাফিক পার্ফর্মেন্স বারায় আর এটি পাওয়ার কনসাম্পশান কম করে।

আমরা যদি এই ফোনের ক্যামেরার বিষয়ে কথা বলি তবে এই ফোনের ব্যাকে 13MP+2MP আর ফ্রন্টে 16MP+2MPর ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা একটি 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটি কন্সামপশান অপ্টিমাইজেশান সাপোর্টের যুক্ত আর এটি পাওইয়ার সেভ করতে পারে

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo