Huawei Mate 9 আর Mate 9 Pro ফোনদুটি EMUI 8.0 আপডেট ওরিওর সঙ্গে পাওয়া যাচ্ছে

Huawei Mate 9 আর Mate 9 Pro ফোনদুটি EMUI 8.0 আপডেট ওরিওর সঙ্গে পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

এটি হুয়াইয়ের অ্যান্ড্রয়েড কাস্টমাইজেশানের লেটেস্ট ভার্শান যা অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর ওপর নির্ভরশীল

প্রতিশ্রুতি অনুসারে Huawei Mate 9 আর Mate 9 Pro (পোর্শা ডিজাইন মডেলও) এর জন্য EMUI 8.0 পাওয়া শুরু হয়ে গেছে। এটি হুয়াইয়ের অ্যান্ড্রয়েড কাস্টমাইজেশানের লেটেস্ট ভার্শান যা অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর ওপর নির্ভরশীল।
গত বছর এই সময়ে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের ওপর নির্ভরশীল EMUI 5.0 আনা হয়েছিল।

এই নতুন ভার্শানটি বেশ কিছু AI ফিচার্স নিয়ে আসতে পারে যা নতুন Mate 10 এ আছে। যার মধ্যে ভয়েস কমান্ডের সঙ্গে ডিজিটাল অ্যাসিস্টেন্স আর অন্যান্য ফিচার্সও আছে। ডেক্সটপ মোড আর ক্লড প্রোজেকশানও এই আপডেটের একটি অংশ।

আপনি যদি এই এই আপডেটের নোটিফিকেশান না পান তবে আপনি হুয়াইয়ের HiCare অ্যাপের ব্যবহার করে আপডেটের জন্য রিকুয়েস্ট পাঠাতে পারেন। এরকম মনে হচ্ছে যে এই আপডেটটি চিনে দেওয়া শুরু হয়ে গেছে তাই অন্যান্য অঞ্চলের ইউজার্সদের এই আপডেটটি পেতে একটু অপেক্ষা করতে হবে।

Huawei P10 আর Honor V9 এর জন্য পাওয়া EMUI 8.0 এর আপডেট বর্তমানে বিটাতে পাওয়া যাচ্ছে।

সোর্সঃ

Digit.in
Logo
Digit.in
Logo