HTC Desire 12 আর Desire 12+ স্মার্টফোনটি ডুয়াল ক্যামেরা আর অসাধারন ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হল

HTC Desire 12 আর Desire 12+ স্মার্টফোনটি ডুয়াল ক্যামেরা আর অসাধারন ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হল
HIGHLIGHTS

HTC Desire 12 Plus স্মার্টফোনটি আজকে ডুয়াল ক্যামেরা সেটআপের সনে লঞ্চ করা হয়েছে, আর সেখানে HTC Desire 12 স্মার্টফোনটি একটি সিঙ্গেল ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে

এইচটিসি ভারতে তাদের ডিভাইস 12 আর 12 প্লাস স্মার্টফোন দুটি লঞ্চ করে দিয়েছে। আর এই বছরে মার্চ মাসে এটি অনাবৃত করেছিল আর এবার 2018 তে কোম্পানি প্রথম উপকরন। হ্যান্ডসেটের জন্য প্রি বুকিং 7 জুন থেকে কোম্পানির ওয়েবসাইটে ইন্ডিয়ার ই-স্টোরের মাধ্যমে শুরু হওয়া এই সেলে আপনারা এই ফোন গুলি কুল ব্ল্যাক অ্যান্ড ওয়ার্ম সিলভার রঙ্গে হতে পারে আর এখানে আপনাদের বলে রাখি যে এইচটিসি ডিভাইস 12য়ের দাম 15,800টাকা আর এইচটিসি ডিভাইস 12প্লাসের দাম 19,790টকা।আ আর এই দুটি স্মার্টফোন 11জুন থেকে কেনা যাবে।

এই ডিভাইসে একটি অ্যাক্রলিক গ্লাস রেয়ার আছে আর শুধু এইচটিসি 12প্লাস ডিভাসিএ ডুয়াল ক্যামেরা আর একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। তবে ডিজায়ার 12 তে আপনারা একি ক্যামেরা পাবেন আর এছাড়া এতে আপনারা একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন। আমরা যদি স্পেক্সের বিষয়ে কথা বলি তবে এইচটিসি ডিজায়ার 12তে আপনারা 5.5 ইঞ্চির IPSLCD ডিসপ্লে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে মিডিয়াটেক এমটি 6739 SoC যুক্ত।

এটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় একটি 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ আর অন্যটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ। ডিভাইসে 13MPর সিঙ্গেল ক্যামেরা একটি LED ফ্ল্যাশের সঙ্গে আর একটি f/2.2 অ্যাপার্চারের লেন্স PDAAF সুবিধা যুক্ত। আর সেলফি নেওয়ার জন্য এতে একটি 5মেগাপিক্সালের সেন্সার আছে আর যা ফেস আনলকের সুবিধা যুক্ত। আর ডুয়াল সিম সাপোর্ট যুক্ত 2730mAhয়ের ব্যাটারি এতে দেওয়া হেয়ছে আর এতে একটি 3.5mmহেডফোন জ্যাকও আছে আর চার্জ করার জন্য এতে মাইক্রো-ইউএসবিউ 2.0 পোর্ট আছে।

HTC ডিজায়ার 12 প্লাস স্মার্টফোনটি এই ফোনের থেকে বড়। এতে 6ইঞ্চির HD+ IPSLCD ডিসপ্লে আছে আর এটি 18:9 অ্যাসপেক্ট রেশিও যুক্ত। এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 SOC র সঙ্গে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ যুক্ত। আর এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 2TB পর্যন্ত বাড়ানো যায়। আর এই হ্যান্ডসেটে f/2.2 অ্যাপার্চার, PDAAF , বোখে সাপোর্ট আছে আর এর সঙ্গে এক্তিও 13MP+2MPর ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। এটি ফ্রন্টে f/2.0 অ্যাপার্চার লেন্স যুক্ত 8MPর ক্যামেরা যুক্ত। আর এটি 2965mAhয়ের ব্যাটারি যুক্ত আর এটি অ্যান্ড্রয়েড ওরিওর সঙ্গে এসেছে।এইচটিসি ভারতে তাদের ডিভাইস 12 আর 12 প্লাস স্মার্টফোন দুটি লঞ্চ করে দিয়েছে। আর এই বছরে মার্চ মাসে এটি অনাবৃত করেছিল আর এবার 2018 তে কোম্পানি প্রথম উপকরন। হ্যান্ডসেটের জন্য প্রি বুকিং 7 জুন থেকে কোম্পানির ওয়েবসাইটে ইন্ডিয়ার ই-স্টোরের মাধ্যমে শুরু হওয়া এই সেলে আপনারা এই ফোন গুলি কুল ব্ল্যাক অ্যান্ড ওয়ার্ম সিলভার রঙ্গে হতে পারে আর এখানে আপনাদের বলে রাখি যে এইচটিসি ডিভাইস 12য়ের দাম 15,800টাকা আর এইচটিসি ডিভাইস 12প্লাসের দাম 19,790টকা।আ আর এই দুটি স্মার্টফোন 11জুন থেকে কেনা যাবে।

এই ডিভাইসে একটি অ্যাক্রলিক গ্লাস রেয়ার আছে আর শুধু এইচটিসি 12প্লাস ডিভাসিএ ডুয়াল ক্যামেরা আর একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। তবে ডিজায়ার 12 তে আপনারা একি ক্যামেরা পাবেন আর এছাড়া এতে আপনারা একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন। আমরা যদি স্পেক্সের বিষয়ে কথা বলি তবে এইচটিসি ডিজায়ার 12তে আপনারা 5.5 ইঞ্চির IPSLCD ডিসপ্লে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে মিডিয়াটেক এমটি 6739 SoC যুক্ত।

এটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় একটি 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ আর অন্যটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ। ডিভাইসে 13MPর সিঙ্গেল ক্যামেরা একটি LED ফ্ল্যাশের সঙ্গে আর একটি f/2.2 অ্যাপার্চারের লেন্স PDAAF সুবিধা যুক্ত। আর সেলফি নেওয়ার জন্য এতে একটি 5মেগাপিক্সালের সেন্সার আছে আর যা ফেস আনলকের সুবিধা যুক্ত। আর ডুয়াল সিম সাপোর্ট যুক্ত 2730mAhয়ের ব্যাটারি এতে দেওয়া হেয়ছে আর এতে একটি 3.5mmহেডফোন জ্যাকও আছে আর চার্জ করার জন্য এতে মাইক্রো-ইউএসবিউ 2.0 পোর্ট আছে।

HTC ডিজায়ার 12 প্লাস স্মার্টফোনটি এই ফোনের থেকে বড়। এতে 6ইঞ্চির HD+ IPSLCD ডিসপ্লে আছে আর এটি 18:9 অ্যাসপেক্ট রেশিও যুক্ত। এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 SOC র সঙ্গে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ যুক্ত। আর এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 2TB পর্যন্ত বাড়ানো যায়। আর এই হ্যান্ডসেটে f/2.2 অ্যাপার্চার, PDAAF , বোখে সাপোর্ট আছে আর এর সঙ্গে এক্তিও 13MP+2MPর ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। এটি ফ্রন্টে f/2.0 অ্যাপার্চার লেন্স যুক্ত 8MPর ক্যামেরা যুক্ত। আর এটি 2965mAhয়ের ব্যাটারি যুক্ত আর এটি অ্যান্ড্রয়েড ওরিওর সঙ্গে এসেছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo