স্পেক্সের তুলনায় Honor View 20 আর Honor Vie 10

স্পেক্সের তুলনায় Honor View 20 আর Honor Vie 10
HIGHLIGHTS

Honor View 20 ফোনটির প্রি বুকিং অ্যামাজনে শুরু হয়েছে, আর এর সঙ্গে আজকে আমরা এর পূর্বসূরির ফোন View 10 য়ের স্পেক্সের তুলনা করে দেখব

Honor View 20 ফোনটি ভারতে অ্যামাজন ইন্ডিয়াতে কেনা যাবে। আর এই ফোনটির প্রি বুকিং শুরু হয়ে গেছে আর এই ফোনটির সঙ্গে ফ্রি 2,999 টাকার হেডফোন পাওয়া যাচ্ছে। আর এই ফোনটিতে লেটেস্ট কিরিন 980 প্রসেসার দেওয়া হয়েছে আর এর সঙ্গে এই ফোনে 48MP র প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এই ফোনে এর পূর্বসূরির Honor View 10 ফোনটি যা কিরিন 970 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছিল সেটিও কোম্পানির একটি শক্তিশালী স্মার্টফোন। আর আসুন এবার আমরা এই দুটি ফোনের তুলনা করে দেখি।

Honor View 20 র সঙ্গে Honor View 10 য়ের ডিসপ্লের পার্থক্য

Honor View 20 ফোনটিতে 6.39 ইঞ্চির FHD+ অল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ফোনের রেজিলিউশান 2310×1080 পিক্সাল। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 91.8% আর এই ফোনে পাঞ্চ হোল কাট ডিজাইন ফ্রন্ট সেলফি ক্যামেরাতে আছে।

আর অন্য দিকে Honor view 10 স্মার্টফোনটিতে একটি ছোট 5.99 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে আছে। আর এই ফোনের রেজিলিউশান 1080×2160 পিক্সাল। আর এই ফোনটিতে কোন নচ নেই আর এই স্মার্টফোনের স্ক্রিন টু বডি রেশিও 78.4%।

Honor View 20 র সঙ্গে Honor View 10 য়ের প্রসেসারের পার্থক্য

Honor View 20 ফোনটিতে লেটেস্ট কিরিন 90 চিপসেট অক্টা কোর প্রসেসার দেওয়া হয়েছে। আর এই ফোনে কোম্পানি লিকুইড কুলিং সিস্টেম দিয়েছে আর কোম্পানি অনুসারে এটি হিটিংয়ের একটি বড় অংশকে ঠান্ডা করতে পারবে। আর অন্য দিকে এর GPU 2.0 টার্বো যুক্ত যা গেমিং অভিজ্ঞতা ভাল করে। আর এই ফোনে ট্রিপেল অ্যান্টেনা ওয়াইফাই টেকনলজি নিশ্চিত করে যে ওয়াইফাই কানেকশান যাই হোক না কেন সঠিক ভাবে আসবে। আর এই ফোনটি 8GB/256GB স্টোরেজ ভেরিয়েন্টে আসবে।

Honor View 10 ফোনটিতে কিরিন 970 অক্টা কোর প্রসেসার আছে যার ক্লক 2.3GHz। আর এই ফোনে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে আর যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

Honor View 20 আর Honor View 10 য়ের ক্যামেরার পার্থক্য

Honor View 20 ফোনটিতে একটি 48MP র ক্যামেরা আছে আর এর সঙ্গে ডুয়াল NPU আর ডুয়াল ISP আছে। আর এই 48MP র ক্যামেরা TOF (টাইম অফ ফ্লাইট০ 3D ক্যামেরা যুক্ত। আর এই ফোনের ফ্রন্টে একটি পাঞ্চ হোল কাটআউটে 25MP র সেলফি ক্যামেরা আছে। আর এই ফোনটির আন্তর্জাতিক ভেরিয়েন্ট NPU চিপসেটের সঙ্গে এসেছে আর কোম্পানি অনুসারে এটি একশ ক্যাটাগরি আর রিয়েল টাইম প্রসেস 4500টি ছবি পারমিনিটে রাখতে পারে।

আর Honor View 10 ফোনে ডুয়াল 20MP+16MP রেয়ার ক্যামেয়া আছে আর এর সঙ্গে পোট্রেড মোড আর ওয়াইড অ্যাপার্চার মোড আছে। আর এই ফোনের AI পাওয়ার্ড ক্যামেরা অব্জেক্টকে চিনতে পারে। আর এই ফোনের ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

Honor View 20 আর Honor View 10 য়ের ব্যাটারির মধ্যে তুলনা

Honro View 20 ফোনটিতে 4000mAh য়ের ব্যাটারি আছে আর এই ফোনটি সুপারচার্জ 5V 4A সাপোর্ট করে। আর এই ফোনটি তিরিশ মিনিটে ফোনকে 50% চার্জ করে দেয়,

Honor View 10 ফোনে একটি 3,700mAh য়ের ব্যাটারি আছে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে আর এটি পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম যুক্ত।

Honor View 10 ফোনটি অ্যামাজনে কেনা যায় আর আপনারা Honor View 20 ফোনটি অ্যামাজনে 2,999 টাকার হেডফোনের সঙ্গে প্রি বুক করতে পারবেন।

Digit Hindi

Digit Hindi

Ashwani And Aafreen is working for Digit Hindi, Both of us are better than one of us. Read the detailed BIO to know more about Digit Hindi View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo