Honor View 10 স্মার্টফোনটি ডুয়াল ক্যামেরা আর AI নিয়ে ৮ জানুয়ারি ভারতে আসতে চলেছে

HIGHLIGHTS

এই ফোনটিতে হুয়াইএর নতুন কিরিন 970 SoC আর 16MP + 20MP’র ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে

Honor View 10 স্মার্টফোনটি ডুয়াল ক্যামেরা আর AI নিয়ে ৮ জানুয়ারি ভারতে আসতে চলেছে

Honor 7X ছাড়া অনার তাদের Honor View 10 (V10) স্মার্টফোনটিকেও আন্তর্জাতিক ভাবে লঞ্চ করেছে। এই ডিভাইসটির দাম EUR 499 (প্রায় 38,000 টাকা)। এই ডিভাইস টি ৮ জানুয়ারি ভারতে লঞ্চ হবে। অনার বলেছে যে এই ডিভাইসটি সম্পূর্ণ ভাবে মেটাল বিল্ডের হবে আর এতে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে থাকবে। এই ফোনটির থিকনেস 6.97mmআর এর ব্যাটারি 3750mAh এর। এই ডিভাইসটির ডিসপ্লে 5.99 ইঞ্চির ডিসপ্লে যার রেজিলিউশান 2160 x 1080p আর এই ফোনটির ফ্রন্টে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। মনে রাখতে  হবে যে এই ফোনটি গত মাসে চিনে লঞ্চ করা হয়েছিল।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Honor V10 ফোনটিতে হুয়ারের নতুন কিরিন 970 SoC চিপসেট আছে যা সবার প্রথমে Huawei Mate 10 ফোনটিতে ব্যবহার করা হয়েছিল। নতুন SoC, AI টাস্কের জন্য নুরাল প্রসেসিং ইউনিট NPU এর সঙ্গে আসবে। এতে অক্টাকোর SoC-মালী G72 MP12 GPU যুক্ত যা G71 GPU এর ভার্শান। এই ফোনটিতে 6GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ডিভাইসটি EMUI 8.0 যুক্ত অ্যান্ড্রয়েড 8.0 ওরিওতে কাজ করে।

এই ফোনটির ক্যামেরা কেমন তা এবার দেখে নেওয়া যাক এই ফোনটিতে 16MP + 20MP’র ডুয়াল ক্যামেরা আছে। হুয়াই দাবি করেছে যে এটি নতুন AI ইনেবেল EMUI কিরিন 970 SoC যুক্ত আর তাইউ এটি অন্য ডিভাইসের তুলনায় ভাল ছবি তুলবে। এই ডিভাইসের ফ্রন্টে 13MP’র ক্যামেরা আছে যা AI ক্ষমতার সঙ্গে ভাল ছবি তোলে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo