HONOR V30 DAWN ORANGE রঙে লঞ্চ করা হয়েছে

HONOR V30 DAWN ORANGE রঙে লঞ্চ করা হয়েছে
HIGHLIGHTS

Honor V30 স্মার্টফোনটি নতুন রঙে এসেছে এই রঙের নাম Dawn Orange

এই ফোনটি 6GB/128GB র সঙ্গে এখন 8GB/128GB স্টোরেজে কেনা যাবে

হনার তাদের Honor V30 ফোনের নতুন একটি কালার ভেরিয়েন্ট লঞ্চ করেছে। আর এই নতুন কালার ভেরিয়েন্টের নাম রাখা হয়েছে Dawn Orange চিনে লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসটি এই দেশে তিনটি রঙে এসেছে। এটি গ্রেডিয়েন্ট হোয়াইট, ব্ল্যাক আর ব্লু রঙে এসেছে। আর এই নতুন এডিশান অ্যাড করার পরে এবার এই ফোনটি চারটি আলাদা আলাদা রঙে কেনা যাবে।

Honor V30 র নতুন কালার ভেরিয়েন্ট

আপনাদের জানিয়ে রাখি যে হনারের তরফে হনার V30 ফোনের একটি নতুন কালার অপশান লঞ্চ করা হয়েছে আর এই কালার অপশানের নাম Dawn Orange দেওয়া হয়েছে। আর এই ফোনটি 24 ডিসেম্বর থেকে বিক্রি করা হবে। আর এই ফোনটি চিনে Vmall, Jingdong (JD.com), Tmall আর Suningয়ে কেনা যাবে। এই মডেলটি আপনারা 6GB র‍্যামের সঙ্গে CNY 3,299 য়ের দাম প্রায় 33,500 টাকা। আর আমরা যদি এর টপ মডেলটি দেখি তবে তার দাম CNY 3,699 মানে 37,500টাকা।

Honor V30 ফোনের স্পেসিফিকেশান আর ফিচার্স

Honor V30 আর V30 Pro ফোনে 6.57 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে যা ফুল HD+ রেজিলিউশান অফার করে। আর এই ফোনে Samsung Galaxy S10e র মতন সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। ক্যামেরার দিকটি যদি দেখি তবে এই ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে 40MPর  Sony IMX600 সেন্সার। আর এই ফোনে ডুয়াল OIS আর লেজার AF আছে। আর ফোনের দ্বিতীয় সেন্সার 8MPর টেলিফটো লেন্স আর যা 3X অপ্টিকাল জুম যুক্ত। ফোনে এর সঙ্গে একটি 12MP র সেন্সার দেওয়া হয়েছে।

দুটি স্মার্টফোনেই ফ্রন্টে ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। আর ডিসপ্লের টপে ওভাল শেপড পাঞ্চ হোল দেওয়া হয়েছে। ফোনে আছে একটি 32MP র ফ্রন্ট ক্যামেরা। আর যা সুপার নাইট মোড সাপোর্ট করে সঙ্গে আছে একটি 8MP র সেকেন্ডারি ফ্রন্ট ক্যামেরা।

স্মার্টফোন কিরিন  990 SoC যুক্ত  আর এই Honor V30 7nm Kirin 990 যুক্ত হবে। আর এই চিপসেট Balong 5000 মোডেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে। V30 Pro ফোনে 7nm+ Kirin 990 ইন্টিগ্রেটেড মোডেম আছে। আর এই দুটি স্মার্টফোনেই 5G সাপোর্ট আছে। আর এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 10 য়ের সঙ্গে হনারের Magic UI 3.0.1  কাজ করে। গেমিঙ্গের জন্য এই ফোনে আছে GPU Turbo আর Kirin Gaming+ 2.0।

হনার V30 ফোন আর V30 Pro 40W Honor SuperCharge  সাপোর্ট করে। আর এর সঙ্গে 27W সুপার ওয়ারলেস চার্জ সাপোর্ট করে। আর এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি Honor V30তে 4,200mAhআর V30 Proতে 4,100mAh য়ের ব্যাটারি আছে।

ইমেজ সোর্সঃ

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo