Honor 8A PRO হেলিও P35 SoC আর ওয়াটার ড্রপ নচের সঙ্গে লঞ্চ হল

HIGHLIGHTS

Honor 8A Pro রাশিয়াতে লঞ্চ হয়েছে

এটি মিডিয়াটেক হেলিও P35 যুক্ত

আর এই ডিভাইসের দাম RUB 13,990( 15,070 টাকা

Honor 8A PRO হেলিও P35 SoC আর ওয়াটার ড্রপ নচের সঙ্গে লঞ্চ হল

Honor রাশিয়াতে Honor Play 8A র জায়গায় তাদের নতুন ফোন Honor 8A Pro লঞ্চ করেছে। আর এই ডিভাইসে 6.1 ইঞ্চির IPS HD+ ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9 আর এই ফোনের ডিসপ্লের ওপরে নচ দেওয়া হয়েছে। আর এই ফোনে দেওয়া ডিসপ্লে এর আগের থেকে ভাল। Honor 8A Pro ফোনের স্পেসিফিকেশান Play 8A র মতনই।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ডিভাইসে মিডিয়াটেক হেলিও P35 চিপসেট আছে আর যা 3GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত আর এই স্টোরেজকে মাইক্রো SD কার্ড দিয়ে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই ডিভাইসের দ্বিতীয় সিমের জন্য আলাদা স্লট দেওয়া হয়েছে। আর এই ফোনের ব্যাকে একটি ফিঙ্গার প্রিন্ট সেন্সার আছে আর ফোনে একটি 13MPর ক্যামেরা আছে। আর ফোনের ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা আছে।

Honor 8A Pro ফোনে একটি 3,020mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে আর এতে মাইক্রো USB পোর্ট আছে।

Honor 8A Pro ফোনটি দুটি রঙে পাওয়া যাবে। আর এই ডিভাইসের দাম RUB 13,990( 15,070 টাকা)।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo