HONOR 20 আর HONOR 20 PRO ফোন দুটির ভারতে লঞ্চ ডেট জানা গেছে

HONOR 20 আর HONOR 20 PRO ফোন দুটির ভারতে লঞ্চ ডেট জানা গেছে
HIGHLIGHTS

নতুন হনার ফোন গুলি ফুল HD+ ডিসপ্লে পাবে

Honor 20 LIte য়ের বিষয়ে এর আগেই জানানো হয়েছে

11 জুন এই দুটি ডিভাইস লঞ্চ হবে

সামনের সপ্তাহে Honor 20 সিরিজের গ্লোবাল লঞ্চ হবে আর সেখানে ভারত এই  ফোনটির লঞ্চের বিষয়েও জানা গছে। কোম্পানি বুধবার এই বিষয়ে জানিয়েছে যে Honor 20-series phones ভারতে 11 জুন লঞ্চ করা হবে আর আপনাদের বলে রাখি যে এই সিরিজের লিস্টে Honor 20, Honor 20 Pro আর Honor 20 Lite আছে। honor 20 লাইট এই মাসের প্রথমে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। Honor 20 আর Honor 20 Pro কোম্পানি লন্ডনের একটি ইভেন্টে লঞ্চ করবে।

আর Honor India এই ইভেন্টের বিষয়ে তেমন কিছু জানায়নি। আশা করা হচ্ছে যে 21 মে লন্ডেনে Honor 20 আর Honor 20 Pro লঞ্চ করা হবে।

HONOR 20, HONOR LITE আর HONOR 20 PRO র আনুমানিক স্পেক্স

এখনও পর্যন্ত আশা লিক রিপোর্ট অনুসারে Honor 20 আর Honor 20 Pro স্মার্টফোনটি 4টি রেয়ার ক্যামেরার সঙ্গে আসতে পারে। এই ডিভাইসের ব্যাকে 48MP র Sony IMX586 সেন্সার দেওয়া হতে পারে। আর এই ফোনে একটি আল্ট্রা ওয়াইড লেন্স যুক্ত 16 মেগাপিক্সালের সেন্সার আর এ একটি 2 মেগাপিক্সালের সেন্সার থাকতে পারে। আর প্রো ভেরিয়েন্টটিতে 8 মেগাপিক্লসাএর টেলিফটো লেন্স থাকতে পারে আর honor 20 ফোনে 2 মেগাপিক্সালের ডেপথ অ্যাসিস্ট ক্যামেরা থাকতে পারে। আর honor 20 ফোনে আপনারা 6.26 ইঞ্চির আর Honor 20 Pro ফোনে 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।

Honor 20 Lite ফোনটিতে আপনারা 6.21 ইঞ্চির ফুল HD+ 1080×2340 পিক্সাল রেজিলিউশানের ডিসপ্লে পেতে পারেন। আর এতে আপনারা একটি 3,400mAh য়ের ব্যাটারি পাবেন। আর এর সঙ্গে এতে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর EMUI 9.0 র সাপোর্ট থাকবে। আর এই ডিভাইসটি 19:5:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে সিলিকন কিরিন 710 প্রসেসার যুক্ত হবে। আর এই ফোনে 4GB র‍্যাম আর ট্রিপেল রেয়ার ক্যামেরা সেটআওপ থাকবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo