Honor 10 Lite মোবাইল ফোনটি 15 জানুয়ারি ভারতে লঞ্চ হবে

Honor 10 Lite মোবাইল ফোনটি 15 জানুয়ারি ভারতে লঞ্চ হবে
HIGHLIGHTS

Honor তাদের পরবর্তী ফোন মানে Honor 10 Lite ভারতে লঞ্চ করার জন্য মিডিয়া ইনভিটেশান পাঠানো শুরু করেছে আর এই মোবাইল ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি করা হবে

Honor তাদের স্মার্টফোন Honor 10 Lite ভারতে 15 জানুয়ারি লঞ্চ করতে চলেছে, এই মোবাইল ফোনটির বিষয়ে যদি বলি তবে বলে রাখি যে এই ফোনটি এর আগে চিনে লঞ্চ করা হয়েছে। আর এর জন্য কোম্পানি মিডিয়া ইনভিটেশান পাঠানো শুরু করেছে। আর এই মোবাইল ফোনটি এক্সক্লিউশিভলি ফ্লিপকার্টে আনা হবে। এই মোবাইল ফোনটির জন্য একটি মাইক্রো সাইট দেওয়া হয়েছে। এই ফোনটি ডিউ ড্রপ নচের সঙ্গে লঞ্চ করা হবে। আর এই মোবাইল ফোনটি প্রথম ফোন যা কোম্পানি 91% স্ক্রিন-টু-বডি রেশিওর সঙ্গে লঞ্চ করছে।

Honor 10 Lite ফোনটির স্পেসিফিকেশান

আমরা জানি যে Honor 10 Lite ফোনটি চিনে এক মাস আগে লঞ্চ করা হয়েছে। আর এটির স্পেসিফিকেশান থেকে আমরা এই সব কিছু জানতে পেরেছি। আর আপনাদের বলে রাখি যে ডুয়াল সিম স্লট যুক্ত এই ফোনটি অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ে চলে। আর এই ফোনটিতে একটি 6.21 ইঞ্চির FHD+ (1080x2340p) ডিসপ্লে ওয়াটার ড্রপ নচের সঙ্গে দেওয়া হয়েছে। আর এই ফোনের ব্যাটারি 3400mAh য়ের। আর এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। Honor 10 Lite ফোনটিতে 13MP আর 2MP র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনের ফ্রন্টে একটি 24MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

এই স্মার্টফোনের স্টোরেজের বিষয়ে যদি বলি তবে এই ফোনে আপনারা 64GB আর  সঙ্গে 128GB স্টোরেজ পাবন যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

চিনে Honor 10 Lite য়ের দাম

আমরা যদি এই ফোনের বিষয়ে বলি তবে চিনে Honro 10 Lite ফোনটির দাম 1399 ইউয়ান আর এর মানে ভারতীয় মুদ্রায় এর দাম 14,400 টাকা। আর এই ফোনে ইউজার্সরা এর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ অপশানটি পাবেন।

আর এর সঙ্গে এই ফোনের 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,699 ইউয়ান মানে ভারতীয় মুদ্রায় প্রায় 17,500 টাকা। আর আপনাদের বলে রাখি যে এই ফোনের সব থেকে দামি মডেলটি 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ অপশানের দাম 1899 ইউয়ান মানে প্রায় 19,500 টাকা। এই স্মার্টফোনটি গ্রেডিয়েন্ট ব্লু, গ্রেডিয়েন্ট রেড, লিলি বেলি হোয়াইট আর ম্যাজিক নাইট ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে।

ভারতে Honor Vie 20 ফোনটি আসার সম্ভাবনা আছে

Honor তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানিয়েছে যে তারা তাদের Honor View 20 মোবাইল ফোনটি ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে পারে, আর এই ফোনটিকে নিয়ে এও জানা গেছে যে এটি অ্যামাজন ইন্ডিয়ার মাধ্যেম বিক্রি করা হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo