Risk Warning For Mobile Users: অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? বিপদের সতর্কতা জারি সরকারের, কেন জানুন

Updated on 15-Aug-2023
HIGHLIGHTS

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার

ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম এই বিপদের কথা জানিয়েছে

সরকারের তরফে কী জানানো হয়েছে দেখুন

CERT-In বা ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি করেছে। একাধিক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ভয়ঙ্কর ফাঁক বা লুপহোল খুঁজে পাওয়া গিয়েছে। এর মধ্যে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 -ও আছে। এটার জেরে হ্যাকাররা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সহ ফোনে থাকা নানা জিনিস হাতিয়ে নিতে পারে, একই সঙ্গে কাজেও ব্যাঘাত ঘটাতে পারে। 

মিনিস্ট্রি অব ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশনের অধীনে কাজ করে এই CERT। এটার মূল উদ্দেশ্য হল ভারতীয় সাইবার স্পেসকে নিরাপদ রাখা এবং সাইবার সিকিউরিটির দিকে নজর রাখা। ফলে হ্যাকিং বা ফিশিং এর কোনও বিপদের আশঙ্কা থাকলে সেটাও জানায় এরা। আর এ হেন CERT -এর তরফে এই সতর্কতা জারি করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য। 

CERT অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যান্ড্রয়েডের একাধিক ভালনারেবিলিটির সন্ধান পাওয়া গিয়েছে যার সাহায্যে প্রতারকরা ব্যবহারকারীদের একাধিক তথ্য হাতিয়ে নিতে পারবে। 

CERT-In এর তরফে যে তালিয়া দেওয়া হয়েছে দেখুন।

– CVE-2020-29374
– CVE-2022-34830
– CVE-2022-40510
– CVE-2023-20780
– CVE-2023-20965
– CVE-2023-21132
– CVE-2023-21133
– CVE-2023-21134
– CVE-2023-21140
– CVE-2023-21142
– CVE-2023-21264
– CVE-2023-21267
– CVE-2023-21268
– CVE-2023-21269
– CVE-2023-21270
– CVE-2023-21271

আরও পড়ুন: Oppp A58 4G Vs Samsung Galaxy F34 5G: 20,000-এর মধ্যে কে কাকে টপকে গেল? কোন ফোন কেন সেরা দেখুন

– CVE-2023-21272
– CVE-2023-21273
– CVE-2023-21274
– CVE-2023-21275
– CVE-2023-21276
– CVE-2023-21277
– CVE-2023-21278
– CVE-2023-21279
– CVE-2023-21280
– CVE-2023-21281
– CVE-2023-21282
– CVE-2023-21283

– CVE-2023-21284
– CVE-2023-21285
– CVE-2023-21286
– CVE-2023-21287
– CVE-2023-21288
– CVE-2023-21289
– CVE-2023-21290
– CVE-2023-21292
– CVE-2023-21626
– CVE-2023-22666
– CVE-2023-28537
– CVE-2023-28555

কোন কোন অ্যান্ড্রয়েড ভার্সনে এটা এফেক্ট করেছে?

CERT -এর রিপোর্ট অনুযায়ী যে যে ফোনে অ্যান্ড্রয়েড 10, 11, 12, 12L এবং 13 আছে সেখানেই এই বিপদ দেখা গিয়েছে। ফ্রেমওয়ার্ক, অ্যান্ড্রয়েড রান টাইম, সিস্টেম কম্পোনেন্ট, গুগল প্লে সিস্টেম, কার্নেল, ইত্যাদির কারণে এই ফাঁকফোকর তৈরি হয়েছে বলে জানিয়েছে CERT। 

কোন বিপদ আছে?

এই গন্ডগোলের জন্য ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, ছবি, অর্থনৈতিক তথ্য হাতিয়ে নিতে পারে, ব্যবহারকারীর অজান্তে তাঁদের ফোন কব্জা করতে পারে। শুধুই কি তাই? ফোনটাকে তাঁরা অব্যবহারযোগ্য করে তুলতে পারে, কিংবা ম্যালওয়্যার ঢুকিয়ে দিতে পারে ফোনে। 

বিপদ এড়াতে CERT-In -এর তরফে বারবার সিকিউরিটি আপডেট করে নিতে বলেছে ফোনের, এতে বিপদের ঝুঁকি কমবে। অ্যান্ড্রয়েড ফোন আপডেট করতে চাইলে কী করণীয়? 

ডিভাইস সেটিংসে যান। 

এবার সিস্টেমে ক্লিক করুন। 

সিস্টেম আপডেটে যান এবার। 

আরও পড়ুন: Realme 11 Confirmed Features: ভারতে আসছে রিয়েলমির নতুন ফোন, 108MP ক্যামেরা সহ নিশ্চিত ভাবে থাকছে আর কী কী?

এবার কোনও আপডেট থাকলে সেটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলুন চটপট। 

এবার যা যা নির্দেশ দেবে তাই করুন। 

এছাড়াও একাধিক জিনিস করতে পারেন নিরাপদ থাকার জন্য।

নিরাপদ সোর্স থেকে কেবল অ্যাপ ডাউনলোড করুন। 

সিকিউরিটি অ্যাপ দিয়ে দেখুন ফোনে ম্যালওয়্যার আছে কিনা। 

বিশ্বাসযোগ্য কেউ মেল পাঠালে তবেই সেটার অ্যাটাচমেন্ট খুলবেন। 

শক্তিশালী পাসওয়ার্ড দিন সবেতে। 

ডেটা ব্যাকআপ রাখুন রোজ রোজ।

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :