Google Pixel 3 আর Pixel 3 XL লঞ্চ হল, ভারতে এর সম্ভাব্য দাম 71,000 টাকা

Google Pixel 3 আর Pixel 3 XL লঞ্চ হল, ভারতে এর সম্ভাব্য দাম 71,000 টাকা
HIGHLIGHTS

Google Pixel 3 আর Pixel 3 Xl ফোন দুটি নিউয়র্কে লঞ্চ করা হয় আর এটি ভারতে 22 অক্টোবর লঞ্চ করা হতে পারে আর এর সম্ভাব্য দাম হবে 71,000 টাকা

Googl 9 অক্টোবর নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘ মেড বাই গুগল’ ইভেন্টে তাদের Pixel 3 আর Pixel 3 XL ফোন দুটি লঞ্চ করেছে। আর নতুন পিক্সাল ডিভাইসটি গত বছরের Pixel 2 আর Pixel 2 Xl য়ের জায়গা নেবে। আর  নতুন দুটি ফোনের ডিজাইন আর এগের বারের দুটি ফোনের ডিজাইন একই রকমের।

Pixel 3 আর Pixel 3XL য়ের দাম

Pixel 3 আর Pixel 3 Xl ফোন দুটি জাস্ট ব্ল্যাক, ক্লিয়ার হোয়াট য়ের মতন রঙে আনা হ্যেহে আর গুগল জানিয়েছে যে ভারতে এই দুটি ডিভাইস 1 নভেম্বর থেকে কেনা যাবে।, আর Pixel 3 য়ের বেস মডেলের দাম $799(প্রায় 59,200 টাকা) থেকে শুরু হচ্ছে আর সেখানে Pixel 3 XL য়ের দাম $899 (প্রায় 66,500 টাকা) থেকে শুরু হচ্ছে। আর ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে লঞ্চের আগেই  এই ফোন দুটি ফ্লিপকার্টে আসবে বলে জানানো হয়েছে।

Pixel 3 আর Pixel 3 XL য়ের উপ্লব্ধতা

আগের রিপোর্ট অনুসারে Google 22 অক্টোবর ভারতে এই ফোন দুটি একটি ইভেন্টে লঞ্চ করবে আর এদের প্রাথমিক দাম সম্ভত 71,000 টাকা।

Pixel 3 আর Pixel 3 XL য়ের স্পেসিফিকেশান

স্পেসিফিকেশানের বিষয়ে আমরা যদি কথা বলি তবে Pixel 3 ফোনে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর  সেখানে Pixel 3 Xl ফোনটিতে 6.3 ইঞ্চির কোয়াড HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এটি নচ ডিসপ্লের সঙ্গে 18:5:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে এসেছে। আর এই দুটি ফোনেই স্ন্যাপড্র্যাগন 845 SoC, 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত।

Pixel 3 আর Pixel 3 Xl ফোনে 12MP র সিঙ্গেল ক্যামেরা আছে আর এই ফোনের ফ্রন্টে 8 মেগাপিক্সালের সেন্সার আছগে। আর এউ দুটি ফোনই অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে আর ডিজিটাল ওয়েবলিং আর কল স্ক্রিনের মতন ফিচার্স এতে আছে।

Pixel 3 আর Pixel 3 XL য়ে ওয়ারলেস চার্জিং আর IP68 ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স দেওয়া হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo