27 মে ভারতে BLACK SHARK 2 আসতে পারে

27 মে ভারতে BLACK SHARK 2 আসতে পারে
HIGHLIGHTS

ভারতে আসবে ব্ল্যাক শার্ক 2

মিডিয়া ইনভিটেশান আশা শুরু করেছে

Black Shark য়ের লেটেস্ট গেমিং ফোন খুব তাড়াতাড়ি ভারতে আসতে পারে। সম্প্রতি এই ফোনটির লঞ্চ নিয়ে একটি রিপোর্ট লিক হয়েছে। কোম্পানির এটি ভারতে প্রথম ডিভাইস হবে। আপনাদের বলে রাখি যে চিনা ব্র্যান্ডটি মার্চে তাদের দ্বিতীয় স্মার্টফোন Black Shark 2 লঞ্চ করেছিল। আর এবার ভারতে এই ফোনটি আসার তোড়জোড় চলছে।

খবরে জানা গেছে যে কোম্পানি তাদের এই ফটির সঙ্গে ভারতে গেমপ্যাড 2.0 কন্ট্রোলও আনতে পারে। Black Shark 2 ফোনটি 27 মের একটি ইভেন্টে আসতে পারে। আর এই লঞ্চ ইভেন্টে কোম্পানি মিডিয়া ইনভিটেশান পাঠানো শুরু করেছে।

এর আগে 2019 সালের প্রথমে কিছু রিপোর্ট থেকে জানা গেছিল যার মধ্যে Black Shark স্মার্টফোনটি বাজারে বিশ্বের সব থেকে দ্রুত আর ভারতে আসতে চলা একটি ফোন। সুয়ান্ড কোয়ালিটির জন্য এই ফোনে ফ্রন্টে ডুয়াল স্পিকার সেটআপ দেওয়া হয়েছে আর যা স্ট্যান্ডার্ড স্মার্টফোন স্পিকারের থেকে 25% বেশি দ্রুত।

ভারতে BLACK SHARK 2 য়ের আনুমানিক দাম

এর আগে চিনে ব্ল্যাক শার্ক 2 ফোনটি লঞ্চ করা হয়েছে আর এটি চিনা বাজারে এর দাম অনুসারে ভারতের বাজার এর দাম অনুমান করা হায়। আর এই ডিভাইসটি 4টি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। আর এর বেস ভেরিয়েন্ট 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের যার দাম 3,199 ইউয়ান মানে প্রায় 32,700 টাকা হতে পারে। আর সেখানে এই ফোনের 8GB/128GB র দাম 3,499 ইউয়ান মানে প্রায় 38,840 টাকা। আর এই ফোনের 8GB/256GB র দাম 3,799 ইউয়ান মানে প্রায় 38,840 টাকা আর এই ফোনের 12GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 4,199 ইউয়ান মানে প্রায় 42,930 টাকা হতে পারে।

BLACK SHARK 2 ফোনের স্পেসিফিকেশান

গেমিং স্মার্টফোনটি ব্ল্যাক শার্ক 2 তে আপনারা 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন যার অ্যাস্পেক্ট রেশিও 19:5:9 আর এর রেজিলিউশান 1080×2340 পিক্সাল। কোম্পানি বলেছে যে এই ফোনে আই প্রোটেকশান মোড আছে। আর ফোনটিতে 5th জেনারেশানের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে 48+12 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা সেটআপ  পেতে পারেন যা 20 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা সঙ্গে আসবে। আর এই ফোনে ‘ডেডিকেটেড মেমারি ক্লিন আও’ বটন দেওয়া হয়েছে। এই ডিভাইসে কুলিং সিস্টেমের সঙ্গে 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হেয়ছে যা 27 W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর ভাল কানেক্টিভিটির জন্য X টাইপ স্মার্ট অ্যান্টেনা +2 দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo