Flipkart Diwali Sale: 3500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Motorola 50MP ক্যামেরা স্মার্টফোন, আজ শেষ সুযোগ

Updated on 08-Oct-2025

ফ্লিপকার্ট সাইটে Flipkart Big Festive Dhamaka সেল আজ 8 অক্টোবর শেষ হতে চলেছে। উৎসবের মরশুমে শুরু হওয়া এই সেলে স্মার্টফোন থেকে স্মার্ট টিভি, ল্যাপটপ, ইয়ারবার্ড, হেডফোন, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক্স জিনিস, সহ একাধিক দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। আজ আমরা Motorola Moto G96 5G স্মার্টফোনে দুর্দান্ত অফারের বিষয় বলবো। ফ্লিপকার্ট সাইটে এই স্মার্টফোন দুর্দান্ত ছাড়ের পাশাপাশি, ব্যাঙ্ক অফারের সাথে কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক মোটো জি৯৬ ৫জি ফোনটি কত টাকা সস্তায় পাওয়া যাবে।

MOTOROLA Moto G96 5G Flipkart Deal Price

মোটো জি৯৬ ৫জি ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট সাইটে 15,999 টাকা দামে লিস্ট করা। তবে এটি চলতি বছর জুলাই মাসে 17,999 টাকা দামে লঞ্চ হয়ছিল। ব্যাঙ্ক অফারে HDFC ক্রেডিট কার্ড পেমেন্টে 10 শতাংশ (1500 টাকা পর্যন্ত) অতিরিক্ত ছাড় পেতে পারেন। ছাড়ের পর দাম কমে 14,499 টাকা হয় যাবে।

আরও পড়ুন: Jio vs Airtel: 84 দিনের ভ্যালিডিটি সহ কার রিচার্জ প্ল্যান সেরা? একটিতে মিলবে 2 জিবি ডেটা প্রতিদিন সাথে ফ্রি Netflix

হিসেব মতো সমস্ত অফার মিলিয়ে মোটো জি৯৬ ৫জি ফোনটি লঞ্চ দাম থেকে 3500 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 13,100 টাকা ছাড় পেতে পারেন। তবে এক্সচেঞ্জ অফারের সুবিধা আপনার পুরনো ডিভাইসের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।

মোটো জি৯৬ ৫জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, মোটো জি৯৬ ৫জি ফোনে 6.67-ইঞ্চির ফুল HD+ কার্ভড pOLED ডিসপ্লে দেওয়া। এটি 144Hz রিফ্রেশ রেট, 1600 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের ক্ষেত্রে মোটো জি৯৬ ৫জি ফোনটি কোয়ালকম Snapdragon 7s Gen 2 চিপসেটে কাজ করে। এটি Android 15 ভিত্তিক হেলো UI স্ক্রিনে চলে।

পাওয়ার দিতে মোটো জি৯৬ ৫জি ফোনে রয়েছে 5500mAh ব্যাটারি দেওয়া, যা 33W ওয়্যারড টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে। এই স্মার্টফোন IP68 রেটং সহ আসে যা জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখবে।

ক্যামেরা সেটআপ হিসেবে মোটো জি৯৬ ৫জি ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

আরও পড়ুন: DSLR ফেল! 200MP AI ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ নতুন Vivo 5G স্মার্টফোন লঞ্চ, জানুন ভারতে কত দামে কেনা যাবে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :