অবশেষে লঞ্চ হলফোল্ডেবেল মোটোফোন MOTOROLA RAZER

অবশেষে লঞ্চ হলফোল্ডেবেল মোটোফোন MOTOROLA RAZER
HIGHLIGHTS

Motorola Razr ফোল্ডেবেল ফোনে 6.2 ইঞ্চির ফ্লেক্সিবেল OLED সিনেমাভিশান স্ক্রিন আছে

এই Motorola Razr ফোল্ডেবেল ফোনে অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 710 10nm আছে

আর এই ফোনে আপনারা 2510mAh য়ের ব্যাটারি পাবেন

Motorola Razr ফোল্ডেবেল ফোনটি এসে গেছে। এই ফোনটি মোটোরোলার প্রথম ফোল্ডেবেল ফোন যা 6.2 ইঞ্চির ফ্লেক্সিবেল OLED সিনেমা ভিশান স্ক্রিনের সঙ্গে এসছে। আর এই নতুন Motorola Razr ফোনে আপ[নারা হাই মেকানিশানের পাবেন যা এই ফোনের সাইডে ভাল ভাবে স্লাইড করে। আর এর সগে এই ফোনে আপনারা পাবেন গুগল অ্যাসিস্টেন্স ও আরও অনেক কিছু।

নতুন Motorola Razr ফোনে আছে 6.2 ইঞ্চির সিনেমাভিশান ফোল্ডেবেল pOLED স্ক্রিন যা 2142 x 876পিক্সাল আর 21”9 অ্যাস্পেক্ট রেশিও জুতক। আর এর সঙ্গে এই ফোনে 2.7 ইঞ্চির একটি এক্সটার্নাল ডিসপ্লে আছে যা 600 x 800 পিক্সাল আর 4:3 অ্যাস্পেক্ট রেশিওর। আর এই Motorola Razr ফোল্ডেবেল ফোনে আপনারা অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 710 10nm মোবাইল প্ল্যাটফর্ম পাবেন আর এর সগে আছে অ্যাড্রিনো 616 GPU। আর এইফোনে আপনারা পাবেন 6GB র‍্যাম আর 128GB র স্টোরেজ। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর।

আর এই ফোনের ক্যামেরা যদি দেখি তবে এই ফোনে আপনারা 16MP র রেয়ার ক্যামেরা পাবেন যা f/1.7 অ্যাপার্চারের আর এর সগে এতে EIS ডুয়াল পিক্সালের মতন ফিচার আছে। আর এই ফোনে আপনারা পাবেন একটি 5MP র ফ্রণত ফেসিং ক্যামেরা।

Motorola Razr ফোল্ডেবেল ফোনে আছে একটি 2510mAh য়ের ব্যাটারি। আর এর সঙ্গে এটি 15W টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট ক্রে।আ র এই ফোনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই Motorola Razr ফোল্ডেবেল ফোনে আপনারা ডুয়াল 4g পাবেন যা VoLTE, WiFi 802.11 ac (2.4GHz + 5GHz),ব্লুটুথ 5, GPS + GLONASS, NFC  আর USB 3.0 Type-C যুক্ত।

Motorola Razr ফোল্ডেবেল নোর ব্ল্যাক কালারে পাওয়া আজবে।আ র এই ফোনের দাম শুরু হচ্ছে  $1,499.99 ( আনুমানিক 1,08,230 টাকা) থেকে। এখান থেকে আপনারা এই ফোনের জন্য রেজিস্ট্রেশান করতে পারবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo