Fastest 5G phone Motorola G35 5G price under Rs 10000 on Flipkart
বাজেট সেগামেন্টে সবচেয়ে দুর্দান্ত স্মার্টফোন খুঁজছেন তবে বাজার একগুচ্ছ বিকল্প রয়েছে। নতুন ফোন কিনতে হলে তবে কোনো সেগামেন্টে 5G স্মার্টফোন একটি ভাল অপশন হতে পারে। আমরা এখানে 10 হাজার টাকার কম দামের স্মার্টফোন Motorola G35 5G এর বেস্ট ডিল সম্পর্কে বলছি। আসুন জেনে নেওয়া যাক কীভাবে মোটোরোলা জি35 5জি ফোনটি কত টাকায় কেনা যাবে।
মোটো জি35 5জি স্মার্টফোন বিশেষ ছাড়ের সাথে ফোনটি 10 হাজার টাকার কম দামে লিস্ট করা হয়েছে। এই ডিভাইসটি এই বাজেটে সেরা অপশন হতে পারে।
ই-কমার্স সাইট Flipkart এ মোটো জি35 5জি ফোনটি 9999 টাকায় লিস্ট করা হয়েছে। এতে কোম্পানি কিছু ব্যাঙ্ক কার্ডে অতিরিক্ত ছাড়ও দিচ্ছে। গ্রাহকরা IDFC FIRST Power Women Platinum and Signature পেমেন্টে 750 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
এছাড়া গ্রাহকরা চাইলে তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। ফোনটি তিনটি কালার অপশনে কেনা যাবে।
মোটো জি35 5জি ফোনের স্পেসিফিকেশন কী
ডিসপ্লে: মটোরোলা ডিভাইসে 6.72-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। এই ডিভাইসে ফুল HD+ ডিসপ্লে 1000 নিট এর পিক ব্রাইটনেস পাওয়া যাবে।
প্রসেসর: স্মুদ পারফরম্যান্সের জন্য মোটো জি35 5জি ফোনে Unisoc T760 প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির দাবি যে এটি সেগামেন্টের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে মোটো জি35 5জি ফোনে 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP সেকেন্ডারি সেন্সর সহ ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। দাবি যে এই সেগামেন্টে এটি একমাত্র ফোন যা 50MP+4K ভিডিও রেকার্ডিং সাপোর্ট করে।
ব্যাটারি: পাওয়ার দিতে ডিভাইসে 5000mAh ক্ষমতা সহ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 18W চার্জিং সাপোর্ট অফার করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.