CES 2020: SAMSUNG GALAXY NOTE 10 LITE, GALAXAY S10 LITE সামনের মাসে লঞ্চ করা হবে

CES 2020: SAMSUNG GALAXY NOTE 10 LITE, GALAXAY S10 LITE সামনের মাসে লঞ্চ করা হবে
HIGHLIGHTS

CES 2020 র সময়ে এই ডিভাইস আসবে

7 জানুয়ারি থেকে এই ইভেন্ট শুরু হবে

Samsung Galaxy Note 10 Lite আর Galaxy S10 Lite য়ের বিষয়ে একাধিক লিক সামনে এসেছে আর এই বিষয়ে একাধিক লিক সামনে এসেছে। নতুন রিপোর্ট অনুসারে Galaxy Note 10 আর Galaxy S10 Lite য়ের  CES 2020 য়ের সময়ে আসবে যা 2020 সালের 7 জানুয়ারি শুরু হবে। আর এই ফোন দুটি যে এখানে লঞ্চ হবে সেই বিষয়ে জানা গেছে।

Korean Herald য়ের রিপোর্ট অনুসারে Galaxy Note 10 Lite আর Galaxy S10 Lite কে CES 2020 য়ে আসবে। আর রিপোর্টে বলা হয়নি যে এটি কোন ইন্সাইডার সোর্স থেকে এসেছে তাই এটি সম্পূর্ণ ভাবে সত্যি বলে স্বীকার করা যায়।

Samsung Galaxy Note 10 Lite য়ে 6.7 ইঞ্চির ফুল HD+ HDR AMOLED ডিসপ্লে দেওয়া হবে আর এর রেজিলিউশান হবে 1080 x 2400 পিক্সাল হবে আর এটি পাঞ্চ হোল ডিসপ্লে। আর এই ডিভাইসে 9810 SoC থাকবে যা 6GB র‍্যাম আর 128GB UFS স্টোরেজের সঙ্গে পেয়ার করা হবে। আর এই ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা থাকবে যার মধ্যে একটি 12মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা একটি 12 মেগাপিক্সালের আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর তৃতীয় 12 মেগাপিক্সালের টেলিফটো লেন্স হবে যা 2x অপ্টিকাল জুমের সঙ্গে আসবে। আর এই ডিভাইসের ফ্রন্টে 32MP র সেলফি ক্যামেরা থাকবে। আর এই ফোনে 4500mAh য়ের ব্যাটারি থাকবে যা 25W য়ের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Samsung Galaxy S10 Lite ফোনে 6.7 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে যুক্ত হবে আর এর রেজিলিউশান হবে 1080 x 2400  পিক্সাল হবে। আর এই সুপার AMOLED ডিসপ্লে 19:5:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে আসবে। ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 855 SoC থাকবে যুক্ত হবে যা 8GB র‍্যাম আর 128GB স্টোরেজের সঙ্গে আসবে। আর  Galaxy S10 Lite ফোনে 48MP র প্রাইমারি ক্যামেরা থাকবে যা 12 মেগাপিক্লসাএর আল্ট্রা ওয়াইড শুটার 5 মেগাপিক্সাল ম্যাক্রো স্পেয়ার পেয়ার করা হবে। এই ডিভাইসের ফ্রন্টে 32MP র সেলফি ক্যামেরা দেওয়া হবে। আর এই ফোনে আপনারা 4500mAh য়ের ব্যাটারি পাবেন যা 45W ফাস্ট চার্জ সাপোর্ট করবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo