ONEPLUS 7 PRO আজ দুপুর 12টায় কেনা যাবে

HIGHLIGHTS

OnePlus 7 Pro আজ কিনতে পারবেন

অ্যামাজনে সেল

ONEPLUS 7 PRO আজ দুপুর 12টায় কেনা যাবে

আপনারা যদি অ্যামাজন প্রাইম মেম্বার হন তবে আজকে দুপুর 12 টার সময়ে OnePlus 7Pro ফোনটি কিনতে পারবে। OnePlus 7আর OnePlus 7 Pro ফোনটির প্রো ভেরিয়েন্টে দারুন কিছু ফিচার আছে। আর এর আগে এই বিষয়ে বেশ কিছু লিক সামনে এসেছে আর সেই সব কিছু নিয়েই OnePlus 7 Pro ভারতে এসেছে।OnePlus 7 Pro ফোনটিতে আপনারা একটি ‘Fluid’ AMOLED  ডিসপ্লে পাবেন। আর এই প্রথম কোন ওয়ানপ্লাস ডিভাইসে এই রকম ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে আপআনারা একটি পপ আপ সেলফি ক্যামেরা পাবেন আর ফোনে একটি 48MP র রেয়ার ক্যামেরা সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট দেওয়া হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ONEPLUS 7 Pro দাম আর অফার্স

OnePlus 7 Pro ফোনটি তিনটি আলাদা আলদা ভেরিয়েন্টে এসেছে। এই ফোনের 6Gb র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট (mirror Gray) কালারে মাত্র 48,999 টাকায় কনেয়া যাবে আর, এছাড়া আপনারা এই ফোনের 8GB র‍্যাম আর 256GB ভেরিয়েন্টটি (mirror Gray) কালারে মাত্র 52,999 টাকায় কিনতে পারবেন আর এছাড়া আপনারা এই ফোনের 12GB র‍্যাম আর 256GB ভেরিয়েন্টটি আর 8GB র‍্যাম আর 256Gb ভেরিয়েন্টটি আপনারা যথাক্রমে 52,999 টাকা আর 57,999 টাকায় কিনেত পারবেন। এই ফোনটি আপনারা Nebula Blue, Mirror Gray,আর Almond colourয়ে কিনতে পারবেন।

এর আগেই জিওর তরফে জানানো হয়েছে যে এই ফোনটির সঙ্গে 9,300 টাকার লাভ পাওয়া যাবে। আর আপনাদের বলে রাখি যে এটি আলাদা আলাদা ক্ষেত্রে বিভিক্ত। আপনাদের প্রথমে 299টয়াকার প্রিপেড প্ল্যান রিচার্জ করতে হবে সেখানে 5,400 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। আর এছাড়া আপনারা এই ক্যাশব্যাক 150 টাকা দামের 36 টি ভাউচারে পাবেন। আর আপনারা এই বিষয়ে মাইজিও অ্যাপে পাবেন। 

ONEPLUS 7 PRO ফোনের স্পেসিফিকেশান

OnePlus 7 Pro ফোনটিতে আপনারা একটি মেটাল বিল্ড পাবেন আর এর সঙ্গে এই ফোনে অল গ্লাস ডিজাইন দেওয়া হয়েছে। আর এই ফোনের ফ্রন্ট আর ব্যাকে গোরিলা গালস 6 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। ফোনে 6.67 ইঞ্চির ফুল AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo