পুজো আগে 10,000 টাকার মধ্যে ফোনে কিনতে চান? Amazon Great Indian Festival Sale আছে তো!

Updated on 23-Sep-2022
HIGHLIGHTS

পুজোর আগেই 10,000 টাকার মধ্যে ফোন কিনতে চান?

তাহলে আপনার জন্য হাজির হয়ে গেল Amazon Great Indian Festival Sale

এই সেলে পাবেন Redmi A1, Realme Narzo 50i Prime, ইত্যাদির মতো ফোন

Amazon এর বার্ষিক সেল Amazon Great Indian Festival Sale হাজির হয়ে গেল। Amazon Prime মেম্বারদের জন্য 22 তারিখ থেকেই এই সেল শুরু হয়ে গেল। তাঁরা গোটা একটা দিন পাবেন পছন্দমতো প্রোডাক্ট কেনার জন্য। আর বাকি সকলের জন্য আজ রাত 12 টায়, অর্থাৎ 23 সেপ্টেম্বর থেকে শুরু হবে এই সেল। আর এই সেলে একাধিক প্রোডাক্টের উপর মিলতে চলেছে আকর্ষণীয় সব ছাড়।

আপনার যদি পুজোর আগেই ফোন কেনার পরিকল্পনা থাকে তাও মাত্র 10,000 টাকার মধ্যেই তাহলে কিন্তু আপনাকে এই সেলে একবার আসতেই হবে। 10,000 টাকা কিংবা তার কমেই একাধিক দারুন ফোন পেয়ে যাবেন তাও আকর্ষণীয় ফিচার সহ। এই তালিকায় আছে Redmi A1, Realme Narzo 50i Prime, ইত্যাদির মতো ফোন।

দেখে নিন কোন কোন ফোন মাত্র 10,000 টাকার কমে পেয়ে যাবেন Amazon Great Indian Festival Saleএ। সেলের জন্য SBI Bank এর সাথে হাত মিলিয়েছে Amazon। এর ক্রেডিট এবং ডেবিট কার্ড ইউজাররা ইনস্ট্যান্ট 10% এর ছাড় পাবেন। এছাড়া, তাদের প্রথম অর্ডারে 10% ফ্ল্যাট ক্যাশব্যাকও পাওয়া যাবে।

Redmi A1 (Light Blue, Black, Light Green)

এই ফোনটিতে রয়েছে 2 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটি পরিচালিত হবে MediaTek Helio A22 এর সাহায্যে। ফোনটির দাম মাত্র 6,499 টাকা। 6.52 ইঞ্চির একটি HD ডিসপ্লে আছে ফোনটিতে সঙ্গে রয়েছে ডুয়াল AI ক্যামেরা। ব্যাক প্যানেলে আছে একটি 8 মেগাপিক্সেলের সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরায় আছে আরও একটি 8 মেগাপিক্সেলের সেন্সর। দুটি 4G সিমের স্লট রয়েছে এই ফোনে। 10W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি রয়েছে। Amazon এর সেলে সেরা ডিল দেখুন এখানে।

Realme Narzo 50i Prime (Dark Blue)

এই ফোনটিতে আছে 3GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটি পরিচালিত হবে Octa Core প্রসেসরের সাহায্যে। এই ফোনটির আসল দাম 8,999 টাকা, কিন্তু সেলে এটি 7,999 টাকায় মিলবে। এই ফোনটি নীল এবং সবুজ রঙে Amazon সেলে পাওয়া যাবে। এতে রয়েছে দুটি ভ্যারিয়েন্ট, 3 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি হল 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে একটি 5000mAh ব্যাটারি আছে। এই ফোনের সব থেকে আকর্ষণীয় ফিচার হল  5% চার্জ থাকলেও এই ফোনটি 45 ঘণ্টা অবধি স্ট্যান্ডবাই মোডে থাকতে পারে। এই ফোনের রিয়ার প্যানেলে আছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেলফির জন্য রয়েছে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা। 6.5 ইঞ্চির HD ডিসপ্লে আছে এই ফোনে যেখানে আপনি 88.7% স্ক্রিন টু বডি রেশিও পাবেন। Amazon এর সেলে সেরা ডিল দেখুন এখানে।

Samsung Galaxy M13 (Midnight Blue, Aqua Green)

এটি একটি নতুন ফোন স্যামসাং কোম্পানির। এই সেলে ফোনটির উপর আছে 20% ছাড়, তাই এই 14,999 টাকার ফোনটি 11,999 টাকাতেই পাওয়া যাবে। আর ব্যাংকের অফার ধরলে সেটা আরও কমবে, ফলে এই ফোনটিও 10,000 টাকার মধ্যেই উপলব্ধ হবে। এতে আছে ট্রিপল ক্যামেরা যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের সেন্সর। আর দুটি ক্যামেরায় আছে 5 এবং 2 মেগাপিক্সেলের সেন্সর। ফ্রন্ট ক্যামেরাতে আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। 6.6 ইঞ্চির একটি স্ক্রিন আছে এই ফোনে যাতে রয়েছে HD+ LCD ডিসপ্লে। 15W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 6000mAh ব্যাটারি আছে এই ফোনে। Amazon এর সেলে সেরা ডিল দেখুন এখানে।

Redmi 9A Sport (Coral Green)

এই ফোনটির আসল দাম 8,499 টাকা। তবে এই সেলে আপনি ফোনটি 6,999 টাকায় পেয়ে যাবেন। এই ফোনে রয়েছে 2GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ। Octa Core Helio G25 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোনটি। আছে 10W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh এর ব্যাটারি। রয়েছে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। 6.53 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে রয়েছে এই ফোনে। Amazon এর সেলে সেরা ডিল দেখুন এখানে।

Nokia C01 Plus 4G (Blue)

এই ফোনে রয়েছে 5.45 ইঞ্চির HD+ ডিসপ্লে। এই ফোনটির আসল দাম 7,499 টাকা হলেও এই সেলে ফোনটি 5,799 টাকায় মিলবে। এতে আছে 2 GB RAM এবং 16 GB ইন্টারনাল স্টোরেজ। 4G সাপোর্ট রয়েছে ফোনে। 1 বছরের ওয়ারেন্টি পাবেন এই ফোনে। 5.45 ইঞ্চির একটি HD+ IPS ডিসপ্লে রয়েছে । সঙ্গে আছে 5 মেগাপিক্সেলের একটি রিয়ার এবং 2 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। 3000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। Octa Core SC9863A প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। Amazon এর সেলে সেরা ডিল দেখুন এখানে।

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Connect On :