2020 সালে সবচেয়ে জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন, 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকছে দুর্দান্ত ফিচার

2020 সালে সবচেয়ে জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন, 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকছে দুর্দান্ত ফিচার
HIGHLIGHTS

অ্যাপল এবং স্যামসাং ছাড়াও আরও অনেক কোম্পানি তাদের দুর্দন্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে

iPhone 12 সিরিজের এটি টপ-এন্ড স্মার্টফোন যা 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে আসে

২০২০ সালের সেরা 4টি স্মার্টফোন সম্পর্কে জানা যাক, যা মোবাইল ইউজারদের উইশ লিস্টে শীর্ষে ছিল

2020 সাল এমন ব্যবহারকারীদের জন্য বেশ আকর্ষণীয় হয়েছে যারা দামি স্মার্টফোন পছন্দ করে। এই বছর অ্যাপল এবং স্যামসাং ছাড়াও আরও অনেক কোম্পানি তাদের দুর্দন্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে। আপনি যদি নতুন বছরটি একটি নতুন এবং শক্তিশালী ফিচারযুক্ত কোনও প্রিমিয়াম স্মার্টফোন দিয়ে শুরু করতে চান তবে বাজারে এই মুহুর্তে অনেকগুলি সেরা বিকল্প রয়েছে। আপাতত আসুন, ২০২০ সালের সেরা 4টি স্মার্টফোন সম্পর্কে জানা যাক, যা মোবাইল ইউজারদের উইশ লিস্টে শীর্ষে ছিল।

iPhone 12 Pro Max

আইফোনের এই নতুন মডেলের দাম 1,29,900 টাকা। iPhone 12 সিরিজের এটি টপ-এন্ড স্মার্টফোন যা 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে আসে। iOS 14-এ কাজ করা এই ফোনে একটি 6.7-ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে দেওয়া হয়েছে। সেরেমিক শিল্ড সাথে আসা এই ফোনে, আপনি একটি দুর্দান্ত A14 বায়োনিক চিপসেট পাবেন। ফটোগ্রাফির জন্য ফোনে তিনটি ক্যামেরা রয়েছে। এটিতে 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স সহ একটি ওয়াইড এবং একটি টেলিফোটো লেন্স রয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে 12 মেগাপিক্সেলের টু্ ডেপথ ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy Note 20 Ultra

12 জিবি র‌্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনের দাম বর্তমানে Amazon-এ 1,04,999 টাকায় লিস্ট করা রয়েছে। ফোনে 3088×1440 পিক্সেল রেজোলিউশন সহ একটি 6.9-ইঞ্চির WQHD+ ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। 1TB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সপোর্ট করে, এই ফোনে Exynos 990 অক্টা-কোর প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে 108MP-র প্রাইমারি লেন্স সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 10 ​​মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

OnePlus 8 Pro

OnePlus 8 Pro-তে থাকছে 6.78 ইঞ্চি QHD+ Fluid AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM ও 256GB স্টোরেজ। OnePlus 8 Pro-র পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX689 সেন্সর। প্রাইমারি ক্যামেরায় অপটিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা  ও 5 মেগাপিক্সেল কালার ফিল্টার। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর।

Xiaomi Mi 10 5G

এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 8GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ। ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য Mi 10 -এ 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo