Best Budget Friendly samsung smartphones price under Rs 8000 with 50MP Camera and 5000mah battery
আপনি যদি বাজেট দামে Samsung Smartphone কিনতে চান তবে এটাই সুযোগ। স্যামসাং এর কাছে 5 দুর্দান্ত স্মার্টফোন রয়েছে, যা 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5000mAh এর দুর্দান্ত ব্যাটারি অফার করে। বর্তমানে এই স্যামসাং স্মার্টফোনগুলি Amazon এবং Flipkart থেকে 8000 টাকার কম দামে কেনা যাবে। এই ফোন তার পারফরম্যান্স এবং ফিচারের কারণে বাজেট সেগামেন্টে বেশ জনপ্রিয়।
স্যামসাংয়ের এই 5 টপ বাজেট স্মার্টফোনের লিস্টে Samsung Galaxy F06 5G, Samsung Galaxy M06 5G, Samsung Galaxy A05, Samsung Galaxy F05, Samsung Galaxy M05 রয়েছে যা কম দামে দুর্দান্ত ফিচার অফার করে।
আরও পড়ুন: Google IO 2025: গুগল এর বড় ইভেন্টে Gemini AI এর একাধিক ফিচারের ঘোষণা
স্যামসাং গ্যালাক্সি এফ০৫ ফোনটি 7999 টাকা দামে লঞ্চ করা হয়ছিল। কিন্তু এখন এটি ফ্লিপকার্ট মাত্র 6249 টাকায় বিক্রি হচ্ছে। ফিচার হিসেবে এতে 4GB RAM, 64GB স্টোরেজ, মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট, 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপথ সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, সাথে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি সহ আসে।
গ্যালাক্সি এ০৫ ফোনটি ফ্লিপকার্টে 7689 টাকায় কেনা যাবে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট সহ মাল্টিটাস্কিং এবং স্পিড অফার করে। এতে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সাপোর্ট করে। পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি পাওয়া যাবে ফোনে।
স্যামসাং এর এই ফোনটি একটি বাজেট ফ্রেন্ডলি 5জি স্মার্টফোন। এতে 6.6-ইঞ্চির HD+ PLS LCD ডিসপ্লে দেওয়া। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর পাওয়া যাবে। ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। ফ্রন্টে 5 মেগপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এবার কথা স্যামসাং গ্যালাক্সি এম০৬ ফোনের। এতে 6.7-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে রয়েছে যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি 800 নিট পিক ব্রাইটনেস সহ আসে। এই ফোন 7999 টাকা দামে Amazon সাইটে বিক্রি হচ্ছে। ফিচার হিসেবে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর, 5000mAh ব্যাটারি দেওয়া যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর পাওয়া যাবে। সাথে সেলফি তোলার ক্ষেত্রে রয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুন: OnePlus 13s ভারতে কবে হবে লঞ্চ, কেমন হবে ফিচার, নিজেই জানালো কোম্পানি