64MP ক্যামেরা সহ স্মার্টফোনে দুর্দান্ত ছাড়, দেখে নিন সেরা 5 ফোন

64MP ক্যামেরা সহ স্মার্টফোনে দুর্দান্ত ছাড়, দেখে নিন সেরা 5 ফোন
HIGHLIGHTS

Amazon Great Indian Festival 2021 সেলে 64MP ক্যামেরা সহ স্মার্টফোন কেনা যাচ্ছে পকেট ফ্রেন্ডলি দামে

স্মার্টফোনের দাম শুরু হচ্ছে মাত্র 12,999 টাকা থেকে

Redmi Note 10S কেনা যাচ্ছে 12,999 টাকায়

Amazon Great Indian Festival Sale 2021 সেল চলছে এখনও। মোবাইলে, ল্যাপটপ, টিভি, ফ্রিজের ওপর পাওয়া যাচ্ছে দারুণ সব ডিল। আপনি কি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন। ফোনে থাকবে দারুণ ক্যামেরা ফিচার, সঙ্গে হবে পকেট ফ্রেন্ডলি। অ্যামাজন ফেস্টিভ্যাল সেল আপনাকে দিচ্ছে সেই সুযোগ।

64MP রিয়ার ক্যামেরা সমেত Redmi Note 10S কেনা যাচ্ছে 12,999 টাকায়। এতে রয়েছে এফএইচডি প্লাস অ্যামোলয়েড ডিসপ্লে। Redmi Note 10 Pro 120Hz রিফ্রেশ রেটের অ্যামোলয়েড ডিসপ্লে সমেত কেনা যাচ্ছে 16,999 টাকায়। আসুন দেখে নিন আজকের সমস্ত সেরা স্মার্টফোন ডিল –

Redmi Note 10S (64MP রিয়ার ক্যামেরা সমেত) 

অ্যামাজন ফেস্টিভ সেলে Redmi Note 10S স্মার্টফোন কেনা যাচ্ছে 12,999 টাকায়। এই মোবাইলের মার্কেটে প্রাইস 16,999 টাকা। অ্যামাজনে দেওয়া হচ্ছে 4,000 টাকার ছাড়। এই ফোনের ওপর ইএমআই শুরু হচ্ছে 612 টাকা থেকে। এছাড়া এই মোবাইলের ওপর এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে 12,300 টাকা পর্যন্ত। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে এই স্মার্টফোনের ওপর পাওয়া যাচ্ছে 10% ইনস্ট্যান্ট ছাড়। প্রাইম মেম্বারেরা পাবেন এই মোবাইলের ওপর ছয় মাস পর্যন্ত ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা। এছাড়া রয়েছে নো- কস্ট ইএমআই ফিচার।

Redmi Note 10S মোবাইলে আসছে 6.43 ইঞ্চি ডিসপ্লে, 6GB RAM এবং 64GB ইন্টারনাল এবং মিডিয়াটেক হেলিও G95 প্রসেসর সমেত। অ্যামাজন থেকে কিনতে পারেন।

iQOO Z3 5G (64MP রিয়ার ক্যামেরা সমেত)

সেলে iQOO Z3 5G  মোবাইল কেনা যাবে এখন 17,990 টাকায়। এই ফোনের মার্কেট প্রাইস 22,990 টাকা। অ্যামাজন সেলে দেওয়া হচ্ছে 5,000  টাকার ছাড়। এই মোবাইলের ইএমআই শুরু হচ্ছে 847 টাকা থেকে। পুরনো হ্যান্ডসেটের এক্সচেঞ্জে মিলছে 17,090 টাকা পর্যন্ত ছাড়। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিড কার্ড দিয়ে নন- ইএমআই ট্র্যানজ্যাকশনের ওপর পাওয়া যাচ্ছে 1250 টাকা পর্যন্ত ছাড়। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ইএমআই ট্র্যানজ্যাকশন করলে মিলবে 1500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও  প্রাইম মেম্বারেরা পাবেন এই মোবাইলের ওপর ছয় মাস পর্যন্ত ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা। এছাড়া রয়েছে নো- কস্ট ইএমআই ফিচার।

iQOO Z3 5G স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 768 5G প্রসেসর, 6GB RAM এবং 128GB ইন্টারনাল। অ্যামাজন থেকে কিনতে পারেন।

Redmi Note 10 Pro (64MP রিয়ার ক্যামেরা সমেত)

অ্যামাজনে Redmi Note 10 Pro কেনা যাবে 16,999 টাকায়। আসল দাম 19,999 টাকা। অ্যামাজন দিচ্ছে 3,000 টাকার ছাড়। এই ফোনের ওপর এক্সচেঞ্জ  অফার পাওয়া যাচ্ছে 15,000 টাকার। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে বা ইএমআই ট্র্যানজ্যাকশনের ওপর পাওয়া যাচ্ছে 10% ইনস্ট্যান্ট ছাড়। এই ফোনের ইএমআই শুরু হচ্ছে 800 টাকা থেকে। অ্যামাজন প্রাইম মেম্বারেরা পাবেন এই মোবাইলের ওপর ছয় মাস পর্যন্ত ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা। এছাড়া রয়েছে নো-কস্ট ইএমআই ফিচারও। 

Redmi Note 10 Pro স্মার্টফোনে রয়েছে 6.67 ইঞ্চি ডিসপ্লে এবং 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। অ্যামাজন থেকে কিনতে পারেন

Redmi Note 10 Pro Max (108 MP রিয়ার ক্যামেরা সমেত)

সেলে Redmi Note 10 Pro Max কেনা যাবে 19,499 টাকায়। আসল দাম রয়েছে 22,999 টাকা। অ্যামাজন দিচ্ছে 3,500 টাকার ছাড়। এই ফোনের ইএমআই শুরু হচ্ছে 918 টাকা থেকে। পুরনো ফোনের এক্সচেঞ্জে পাওয়া যাচ্ছে 15,000 টাকা পর্যন্ত ছাড়। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে বা ইএমআই ট্র্যানজ্যাকশনের ওপর পাওয়া যাচ্ছে 10% ইনস্ট্যান্ট ছাড়।প্রাইম মেম্বারেরা পাচ্ছেন ছয় মাস পর্যন্ত ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা।রয়েছে নো-কস্ট ইএমআই ফিচারও। 

Redmi Note 10 Pro Max থার্ড জেনারেশন সেন্সর এবং স্ন্যাপড্রাগন 732G প্রসেসর। অ্যামাজন থেকে কিনতে পারেন।

Mi 10i 5G (108 MP রিয়ার ক্যামেরা সমেত)

অ্যামাজনের সেলে Mi 10i 5G কেনা যাবে 21,999 টাকায়। আসল দাম রয়েছে 24,999 টাকা। সেলে দেওয়া হচ্ছে 3,000 টাকার ছাড়। ইএমআই শুরু হচ্ছে 1,036 টাকা থেকে। পুরনো ফোনের ওপর পাওয়া যাচ্ছে 18,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে বা ইএমআই শোধ করলে পাওয়া যাচ্ছে 10% ডিসকাউন্ট। প্রাইম মেম্বারদের জন্যে রয়েছে ছয় মাস পর্যন্ত ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা। 

Mi 10i 5G স্মার্টফোনে রয়েছে 6.53 ইঞ্চি গোরিলা গ্লাস ডিসপ্লে এবং 512GB পর্যন্ত এক্সপ্যান্ডেবেল ইন্টারনাল স্টোরেজ। অ্যামাজন থেকে কিনতে পারেন।

 

 

 

 

Digit.in
Logo
Digit.in
Logo