10 হাজার টাকার কম দামে Flipkart BBD সেলে পাওয়া যাচ্ছে 5G স্মার্টফোন, দেখে নিন ৫টি সেরা ডিল
Flipkart-এর Big Billion Days Sale 2025 চলাকালীন বাজেট সেগামেন্টের স্মার্টফোন অফার করা শুরু হয়েছে। ফ্লিপকার্ট সেলে Oppo K13x 5G ফোনটি 11,499 টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি, Vivo T4 Lite 5G ফোনটি 9,999 টাকায় পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্ট সেল আজ 23 সেপ্টেম্বর থেকে শুরু হয় গেছে। কোম্পানি সেল চলাকালীন ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ সুবিধা এবং নো-কস্ট EMI অপশন অফার করছে। আসুন জেনে নেওয়া যাক ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডেজ সেলে 10000 টাকার কম দামে স্মার্টফোনের বিষয়।
SurveyFlipkart Big Billion Days 2025 Sale: 5G Smartphones Deals Under Rs 10,000
Oppo K13x 5G
4GB RAM+128GB স্টোরেজ মডেলটি 11,499 টাকায় বিক্রি হচ্ছে। এতে ব্যাঙ্ক অফারও রয়েছে, যার পরে দাম আরও কম যাবে। এটি ফোনের আসল দাম থেকে প্রায় 28 শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। ফোনে 6000mAh ব্যাটারি এবং একটি 45 ওয়াট SuperVOOC চার্জার রয়েছে।
Vivo T4 Lite 5G
টাইটানিয়াম গোল্ড ভ্যারিয়্যান্ট 4GB RAM+128GB স্টোরেজ 9,999 টাকা দামে বিক্রি হচ্ছে। আগের কেই ফোনটি 13,999 টাকা দামে আনা হয়ছিল। ব্যাঙ্ক অফার এবং নো-কস্ট EMI বিকল্পের মতো সুবিধাও পাওয়া যাচ্ছে।
Samsung Galaxy F06 5G
স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনের 6GB+128GB স্টোরেজ মডেলটি 8,999 টাকা দামে বিক্রি হচ্ছে। এতে 50MP ক্যামেরা এবং 5000mAh এর ব্যাটারি রয়েছে।
Poco C75 5G
ফ্লিপকার্ট সেলে পোকো সি৭৫ ৫জি ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেলটি 8299 টাকায় বিক্রি হচ্ছে। এতে ফিচার হিসেবে 5160mAh ব্যাটারি এবং 50MP রিয়ার ক্যামেরা রয়েছে।
Moto G35 5G
ফ্লিপকার্ট সেলে মটোরোলা জি৩৫ ৫জি ফোনটি 8999 টাকা দামে বিক্রি হচ্ছে। এতে ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে, যার পরে দাম আরও কম যাবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile