অ্যামাজন সেলে দেদার ছাড়, 10 হাজার টাকার কম দামে নতুন 5G Smartphone, সবচেয়ে সস্তা 7999 টাকার

HIGHLIGHTS

নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Amazon Prime Day 2025 সেলে রয়েছে দারুন সুযোগ

অ্যামাজন প্রাইম ডে সেল 12 জুলাই থেকে শুরু হবে যা 14 জুলাই পর্যন্ত চলবে

আপনি যদি 10 হাজার টাকায় নতুন ৫জি স্মার্টফোন কিনতে চান তবে আপনার কাছে একাধিক বিকল্প রয়েছে

অ্যামাজন সেলে দেদার ছাড়, 10 হাজার টাকার কম দামে নতুন 5G Smartphone, সবচেয়ে সস্তা 7999 টাকার

5G Smartphone under 10000: নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Amazon Prime Day 2025 সেলে রয়েছে দারুন সুযোগ। 12 জুলাই থেকে শুরু হয়েছে প্রাইম ডে সেল যা 14 জুলাই পর্যন্ত চলবে। সেলে স্মার্টফোন দুর্দান্ত ডিসকাউন্ট সহ অনেক টাকা সস্তায় পাওয়া যাবে। অ্যামাজন সেল বিভিন্ন সস্তা স্মার্টফোন আরও সস্তায় বিক্রি হচ্ছে। আপনি যদি 10 হাজার টাকায় নতুন ৫জি স্মার্টফোন কিনতে চান তবে আপনার কাছে একাধিক বিকল্প রয়েছে। আসুন লিস্টে দেখে নিই কোন কোন স্মার্টফোন আসবে আপনার বাজেটে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

অ্যামাজন প্রাইম ডে সেলে আইকিউ জি১০ লাইট ৫জি ফোনটি মাত্র 9499 টাকার শুরু দামে কেনা যাবে। ফিচার হিসেবে এতে 6000mAh এর বড় ব্যাটারি, 6.74 ইঞ্চির ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের AI মেইন রিয়ার ক্যামেরা দেওয়া। প্রসেসর হিসেবে এটি মিডিয়াটেক ডাইমেনিটি 6300 চিপসেটে কাজ করে।

আরও পড়ুন: মাত্র 6399 টাকার শুরুর দামে Kodak লঞ্চ করল QLED Smart TV, সস্তা টিভিতেও চলবে JioHotstar সহ YouTube

Redmi A4 5G Smartphones deals on Amazon prime sale

প্রাইম ডে সেলে রেডমি এ৪ ৫জি ফোনটি অফারের পর মাত্র 7999 টাকার শুরুর দামে কেনা যাবে। এতে 5160mAh ব্যাটারি সহ 6.88-ইঞ্চির ডিসপ্লে, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং Snapdragon 4s Gen 2 প্রসেসর মতো ফিচার রয়েছে।

এসার কোম্পানির এই ফোনটি নতুন লঞ্চ হয়েছে যা প্রাইম ডে সেলে 8499 টাকার শুরুর দামে পাওয়া যাবে। এতে 5000mAh বড় ব্যাটারি, 6.74-ইঞ্চি ডিসপ্লে, 64 মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরা এবং ডাইমেনসিটি 6300 প্রসেসরও রয়েছে।

সেলে এই ফোনটি অফারের পর মাত্র 7199 টাকার শুরুর দামে পাওয়া যাবে। এতে 5000mAh এর বড় ব্যাটারি, 6.57 ইঞ্চির ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 চিপসেট রয়েছে।

এই তালিকায় লাভার আরেকটি ফোন স্ট্রোম প্লে ৫জি রয়েছে। এটি মাত্র 8999 টাকার শুরুর দামে পাওয়া যাবে। এতে 5000mAh এর বড় ব্যাটারি, 6.75-ইঞ্চি স্ক্রিন, 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স রয়েছে। ফোনটি ডাইমেনসিটি 7060 প্রসেসরে কাজ করে।

আরও পড়ুন: 22000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 64MP ক্যামেরা সহ Google Pixel 8a স্মার্টফোন, জেনে নিন কোথায় পাবেন এই ধামাকা অফারটি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo