ASUS ZENFONE 6 এক সপ্তাহ পরে আসবে এর দাম জানেন?

ASUS ZENFONE 6 এক সপ্তাহ পরে আসবে এর দাম জানেন?
HIGHLIGHTS

16 মে স্পেনে Asus Zneone 6 লঞ্চ হবে

স্ন্যাপড্র্যাগন 855 SoC যুক্ত হবে ফোনটি

3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে Asus Zneofne 6

Asus তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস Zenfone 6 য়ের ওপরে কাজ করছে। আর এর সঙ্গে কোম্পানি তাদের Asus Zenfone 6 স্মার্টফোনটি 16মে স্পেনে লঞ্চ করবে। আর সেখানে এর আগে এই ফোনের বিষয়ে একটি স্পেশাল রিপোর্ট এসছে। আর এর আগে এই ফোনের বেশ কিছু লিক সামনে এসেছে।

এই টাটকা লিকে লঞ্চের আগে Asus Zenfone 6 স্মার্টফোনটির দাম জানা গেছে।

রিপোর্ট অনুসারে Asus ZenFone 6 ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। আর তাইওয়ানে এই ফোনের দাম 6GB র‍্যাম আর 128GB ভেরিয়েন্টের দাম TWD 19,990 মানে প্রায় 44,880 টাকা। আর সেখানে এই ফোনের 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম TWD 23,990 মানে প্রায় 53,862 টাকা। আর এবার এই ফোনের 12GB র‍্যাম আর 512GB স্টোরেজ ভেরিয়েন্টের বিষয়ে যদি বলি তবে তা হল TED 29,990 মানে প্রায় 67,333 টাকা।

কোম্পানি Zenfone 6 য়ের অফিসিয়াল টিজার নিয়ে এসেছে। আর এই টিজারে বলা হয়েছে যে এই স্মার্টফোনটি কোন রকমের বেজেল আর নচ যুক্ত ডিজাইনের সঙ্গে আসতে পারে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo