REALME X50 ইউথ এডিশান 7 জানুয়ারি লঞ্চ হবে এটি একটি 5G ফোন

REALME X50 ইউথ এডিশান 7 জানুয়ারি লঞ্চ হবে এটি একটি 5G ফোন
HIGHLIGHTS

Realme X50 5G Youth Edition স্মার্টফোনটি Realme X50 5Gর লেয়ার ভেরিয়েন্ট হবে

আর এই ডিভাইসের সব থেকে বড় বৈশিষ্ট্য 5G সাপোর্টের সঙ্গে থাকা

Realme X50 আর X50 ইউথ এডিশান ব্র্যান্ডে প্রথমেই দুটি 5G স্মার্টফোন আছে। কোম্পানি এর আগে চিনে 7 জানুয়ারি তাদের Realme X50 ফোন লঞ্চ করবে। আর এবার এই বিষয়ে অফিসিয়ালি Realme X50 ইয়ুথ এডিশানের বিষয়ে জানানো হয়েছে। রিয়েলমি কিছু দিন আগে X50 স্মার্টফোনটি আমাদের কাছে এনেছে আর এই স্মার্টফোনের ইউথ এডিশান বিষয়ে একাধিক গুজব সামনে এসেছে। Realme X50 ইউথ এডিশানে 5G সাপোর্ট থাকবে আর এর স্পেক্স জানা জায়নি।

Realme X50 5G ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 765G চিপসেট থাকতে পারে আর আমরা Realme X50 5G ইউথ এডিশানের বিষয়ে আশা করছি যে ওপ্পো রেনোর মতন এতে মিডিয়াটেক ডায়মিস্টিফাই 1000L চিপসেট থাকতে পারে। আর রিয়েলমি বলেছে যে এই ইউথ ভেরিয়েন্টের বিষয়ে অফিসিয়ালি জানা যাবে।

আর এখনও এর বিষয়ে অনেক কিছু জানা বকি আছে তবে Realme X50 5G ফোনের বিষয়ে এর আগেই অনেক কিছু জানা গেছে। Realme X50 5G ফোনে 6.67 ইঞ্চির IPC LCD ডিসপ্লে থাকতে পারে। আর এই ফোনটি HD+ রেজিলিউশান অফার করতে পারে। আর এই ফোনের ফ্রন্টে আপনারা রেয়ার সাইড আর গোরিলা গ্লাস 5 প্যানেল দেখতে পারবেন। আর কোম্পানি দাবি করেছে যে এই ডিভাইসে ডুয়াল পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে যা 32+8 মেগাপিক্সালের ক্যামেরা সেটআপ অফার করে।

এই স্মার্টফোনটি স্ন্যাপড্র্যাগন 765G মোবাইল প্ল্যাটফর্মে আসবে যা  8GB LPDDR4x র‍্যামের সঙ্গে পেয়ার করা যাবে। আর গ্রাহকরা এতে 256Gb র UFS 2.1 স্টোরেজ পাবেন আর যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে। এই হ্যান্ডসেটে 4500mAh য়ের ব্যাটারি যুক্ত হবে। আর এই ফোনে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

লিক থেকে জানা গেছে যে  Realme X50 5G ফোনে 6GB র‍্যামের সঙ্গে 128GB র স্টোরেজ 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ আর 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ আসবে। আর এদের দাম হবে যথাক্রমে ,199 Yuan (~$315), 2,499 Yuan (~$358) আর  2,799 Yuan (~$401)।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo