রোটেটিং ক্যামেরা আর ফ্ল্যাগশিপ চিপসেটের সঙ্গে ASUS ZENFONE 6 লঞ্চ হয়েছে

রোটেটিং ক্যামেরা আর ফ্ল্যাগশিপ চিপসেটের সঙ্গে ASUS ZENFONE 6 লঞ্চ হয়েছে
HIGHLIGHTS

ফোনটি রোটেটিং ক্যামেরা যুক্ত

ফোনে স্ন্যাপড্র্যাগন 855 আছে

অবশেষে Asus ZenFone 6  লঞ্চ হয়েছে। তাইওয়ানের কোম্পানি আসুস স্পেনে অনুষ্ঠিত একটি ইভেন্টে তাদের এই ফোনটি লঞ্চ করেছে। এই ফোনটি গত বছর লঞ্চ হওয়া Zenfone 5Z র পরবর্তী জেনারেশানের ফোন। Asus ZenFone 6  কোম্পানির প্রথম স্মার্টফোন যা রোটেটিং ক্যামেরার সঙ্গে এসেছে। বেজেল কম করার জন্য বড় ডিসপ্লে অফার করা হয়েছে আর সেই জন্যই কোম্পানি রোটেটিং ক্যামেরা দিয়েছে ফোনটিতে।

Asus ZenFone 6 য়ের দাম

Asus ZenFone 6ফোনটি 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম EUR 499 (আনুমানিক 39,100টাকা) থেকে শুরু হচ্ছে। আর সেখানে এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি EUR 559 (আনুমানিক 43,800টাকা) রাহা হয়েছে আর সেখানে এই ফোনের হাই এন্ড ভেরিয়েন্টটি 8GB র‍্যাম আর 256GB স্টোরেজের সঙ্গে এসেছে তার দাম EUR 599(আনুমানিক 47,000টাকা) রাখা হয়েছে। আর এই স্মার্ট ফোনটি আসুস ই শপে এসেছে আর এটি 25 মে স্মার্টফোনের শিপিং শুরু হবে। আর ভারতে এই ফোনটি লঞ্চের বিষয়ে কিছু জানা যায়নি।

Asus ZenFone 6 ফোনটির স্পেসিফিকেশান

Asus ZenFone 6  ফোনটিতে আপনারা 6.4 ইঞ্চির ফুল HD+ IPS ডিসপ্লে পাবেন আর এর রেজিলিউশান 1080×2340 পিক্সাল। আর এই ফোনটি 19:5:9 অ্যাস্পেক্ট রেশিও আর 92% পর্যন্ত স্ক্রিন টু বডি রেশিও অফার করে। আর এই স্মার্টফোনটিতে আপনারা অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 SoC পাবেন আর এই ফোনে 8GB র‍্যাম আর অ্যাড্রিও 640 GPU আছে।

আর এই ফোনের ক্যামেরার বিষয়ে যদি বলি যা কিনা এই ফোনের সব থেকে বড় বৈশিষ্ট্য তবে এই ফোনে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন যার মধ্যে একটি 48MP র প্রাইমারি সেন্সার যা f/1.79 অ্যাপার্চারের আর এই ফোনে ডুয়াল LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে আর ফোনটিতে একটি 13 মেগাপিক্সালের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে।

আর এই ক্যামেরাই ফ্রন্টে ছবি তোলার সময়ে ফ্রন্ট ক্যামেরা হিসাবে আসে।

ফোনে একটি 5,000mAh য়ের ব্যাটারি আছে আর এটি কুইক চার্জ 4.0 সাপর্ট করে। আর এই ফোনে ডুয়াল স্পিকার, ডুয়াল স্মার্ট অ্যামপ্লিফাতার আর 3.5mm অডিও জ্যাক আছে। এই ফোনে আপনারা 256GB র UFS 2.1 ইনবিল্ড স্টোরেজ পাবেন আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

কানেক্টিভিটির জন্য এই ফোনে USB Type C , NFC, Wi-Fi 802.11ac (Wi-Fi 5), ব্লুটুথ 5.0 আর GPS কানেক্টিভিটি অপশান দেওয়া হয়েছে। আর এই ফোনের ডায়মেনশান 159.1×75.11×8.1-9.1mm  আর ওজন 190 গ্রাম।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo