2020 সালের এপ্রিল মাসের মধ্যে SAMSUNG GALAXY FOLD 2 ফোনটি লঞ্চ করা হতে পারে

2020 সালের এপ্রিল মাসের মধ্যে SAMSUNG GALAXY FOLD 2 ফোনটি লঞ্চ করা হতে পারে
HIGHLIGHTS

প্রথম স্যামসাং ফোল্ডেবেল ফোনে কিছু সমস্যা ছিল

আর এর মানে এই নয় যে স্যামসাং এই ফোনের নেক্সট জেনারেশান ফোন আনা বন্ধ করে দেবে

বলা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 2 সামনের বছরে লঞ্চ করা হতে পারে

স্যামসাংয়ের ফোল্ডেবেল ফোনে কিছু সমস্যা দেখা গেছিল আর এবার এর মানে এই নয় যে এই ফোনের পরের জেনারেশানের ফোন আর কোম্পানি আনবে না। আর স্যামসাং ফোল্ডেবেল 2 লঞ্চ করতে পারে। আর আমরা যদি Slashgear য়ের একটি রিপোর্ট দেখি তবে পরের জেনারেশানের  Samsung Galaxy Fold 2 2020 র এপ্রিলের মধ্যে আসতে পারে। আর এই ফোনটিতে এবার বড় পরিবর্তনের সঙ্গে আনা হতে পারে।

 Samsung Galaxy Fold ভারতে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি 5 সেপ্টেম্বর রি লঞ্চ করা হয়েছে আর এর পরের দিন এটি দক্ষিণ কোরিয়াতে বিক্রি করা শুরু হয়েছে। আর এবার এই ফোনটি ভারতেও এসে গেছে আর এই ফোনটি অবশ্যই কম দামের ফোন নয় এটি একটি বেশ দামি ফোন।

ভারতে Samsung Galaxy Fold ফোনের স্পেসিফিকেশান আর ফিচার্স

ভারতে এই  Samsung Galaxy Fold ফোনটি 7.3 ইঞ্চির QXGA ডায়ানামিক AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে আর এই ফোনে আপনারা মেন ইনফিনিটি ফ্লেক্সি ডিসপ্লে 2152×1536 পিক্সাল রেজিলিউশানের সঙ্গে পাবেন। আর এই ফোনর দ্বিতীয় ডিসপ্লে 4.6 ইঞ্চির আর এটি HD+ সুপার AMOLED ডিসপ্লে আর এর অ্যাস্পেক্ট রেশিও 21:9। আর এই ফোনে আছে 7nm 64 বিট অক্টা কোর প্রসেসার যা 12GB র‍্যাম আর 512GB স্টোরজের সঙ্গে আসবে।

এই ফোনের ক্যামেরা যদি দেখি তবে এই ফোনে আপনারা একটি 16MP র আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাবেন আর যা 12MP র ওইয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাবেন যা সুপার ডিসপ্লের সঙ্গে আসবে আর একটি তৃতীয় 12মেগাপিক্সালের টেলিফটো লেন্স আছে। আর এর সঙ্গে এই ফোনে একটি 10MP র স্লেফি ক্যামেরা 10MP র আর 8MP র ডেপথ সেন্সার দেওয়া হেয়ছে। আর এই ফোনে আপনারা একাধিক ক্যামেরা ফিচার পাবেন।

এই গ্যালাক্সী ফোল্ড ফোনে আছে 4380mAh য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax HE80 MIMO, 1024QAM ব্লুটুথ 5.0, ANT+, USB টাইপ C NFC আর লোকেশান অপশান পাবেন।

ভারতে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ফোনের দাম

ভারতে এই ফোনটির দাম 1,64,999 রাখা হয়েছে। আর এই স্যামসাং গ্যালাক্সি ফল্ড ফোনটি ইউরোপে EUR 2,000 তে লঞ্চ করা হয়েছে যা হচ্ছে 1,55,788 টাকা। আর আমেরিকাতে এর দাম $1,980  যা ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে 1.37 লাখ টাকা রাখা হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo