অ্যাপল আনল সবচেয়ে কম দামি আইফোন এসই টু

HIGHLIGHTS

২০১৬ সালে সর্বপ্রথম অ্যাপল ছোট আকারে কম দামের আইফোন বাজারে আনে

আন্তর্জাতিক বাজারে ফোনটি কে তিনটি রঙে বিক্রি করা হবে।

৩ জিবি র‌্যাম এটি বাজারে এসেছে

অ্যাপল আনল সবচেয়ে কম দামি আইফোন এসই টু

বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত গোটা বিশ্বের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। তেমন ই অ্যাপলের মার্কেট ও ভালো নেই। করোনাকালের এমন পরিস্থিতে বুধবার (১৫ এপ্রিল) নতুন মডেল আনল অ্যাপল। এটি অ্যাপলির কম দামি আইফোন এসই টু (iPhone SE2)। আন্তর্জাতিক বাজারে ফোনটি কে তিনটি রঙে বিক্রি করা হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

২০১৬ সালে সর্বপ্রথম অ্যাপল ছোট আকারে কম দামের আইফোন বাজারে আনে। সেটি আইফোন প্রেমীদের খুব প্রিয়। এরই সিরিজ এ এবার এলো এসই মডেলের দ্বিতীয় জেনারেশন।

আইফোন এসই ২ বিশেষতা

নতুন আইফোন সিলভার, গ্রে এবং গোল্ড এই তিনটি রঙে পাওয়া যাবে। ফোনটিতে এ১৩ বায়োনিক চিপ থাকছে। ৩ জিবি র‌্যাম এটি বাজারে এসেছে। এর স্টোরেজ ৬৪ জিবি এবং ১২৮ জিবি। আইফোন এসই টুতে ৪.৭ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করছে অ্যাপল।

নতুন আইফোন দেখতে আগের মডেলের মতো হলেও এতে আইফোন এইট এবং ইলেভেনের ছোঁয়া আছে। ফোনটির দাম শুরু ৪১৯ পাউন্ড থেকে। ফোনটির পেছনে ও সামনে গ্লাস ডিজাইন দেয়া হয়েছে।

এর বেজেল অনেকটাই পাতলা। এতে অ্যাপলের টাচ আইডি থাকলেও ফেস আইডি নেই। তবে আছে অ্যাপলের সর্বাধুনিক প্রসেসর। ফোনটির টাচ আইডি দেয়া হয়েছে পেছনে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo