আগামী বছর বাজারে আসতে চলেছে অ্যাপেলের OLED iPhone 8

আগামী বছর বাজারে আসতে চলেছে অ্যাপেলের OLED iPhone 8
HIGHLIGHTS

একটি রিপোর্ট অনুযায়ী, নতুন এই ফোনে থাকবে একটি কার্ভড OLED ডিসপ্লে প্যানেল৷ আইফোন ৮ এর ডিজাইনের বড় পরিবর্তন আসতে চলেছে৷

দাম যতোই বাড়ুক না কেন গোটা বিশ্বে এই একটা গ্যাজেট নিয়ে চাহিদার কোনও অভাব নেই ৷ বরং দিন দিন তা আরও বেড়েই চলেছে ৷ সেটা হল আইফোন ৷ অ্যাপলের এই স্মার্টফোনকে ঘিরে ক্রেতাদের মধ্যে উৎসাহ তুঙ্গে ! আইফোন ৭ বা ৭এস আগেই ব্যবহার করে ফেলেছেন গোটা বিশ্বের মানুষ ৷ এবার সময় হয়েছে আইফোন-৮ -এর৷ সূত্রের খবর অনুযায়ী, আগামী বছর বাজারে আসতে চলেছে অ্যাপেলের এই নতুন ফোন ৷

বেশ কয়েকদিন ধরেই আইফোন ৮ নিয়ে গুজব রটেছে বাজারে ৷ একটি রিপোর্ট অনুযায়ী, নতুন এই ফোনে থাকবে একটি কার্ভড OLED ডিসপ্লে প্যানেল ৷ আইফোন ৮ এর ডিজাইনের বড় পরিবর্তন আসতে চলেছে ৷

আরও দেখুন : এবার 3G ফোনেও চলবে জিও সিম

এই ফোনটিতে থাকছে নতুন সেনসর টেকনোলজি ৷ এর জেরে ব্যবহারকারী মডেলের যে কোনও দিকে হাত দিলেই তা রেসপন্ড করবে ৷

বেশ কিছু রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে অ্যাপেলের আগামী ফোনের মডেলে ফোল্ডেবেল ডিসপ্লে থাকতে পারে ৷ তবে ২০১৭ মুক্তি পেতে চলেছে যে মডেল তাতে এই ফিচার থাকবে কিনা তা নিয়ে যতেষ্ট সংশয় রয়েছে ৷

অনুমান করা হচ্ছে ২০১৭ সালে তিনটি মডেল বাজারে আনতে চলেছে অ্যাপেল ৷  আসন্ন ফোনের ডিসপ্লেতে টাচআইডি সেন্সর, ফেস টাইম ক্যামেরা, স্পিকার এমবেড করতে পারে অ্যাপল। এর মধ্যে দুটি ফোনে থাকবে LCD ফ্ল্যাট প্যানেল ৷ একটির ডিসপ্লে ৪.৭ ইঞ্চি ও অন্যটির ৫.৫ ইঞ্চি ৷  আরেকটি মডেলে থাকবে কার্ভড ও এডজলেস OLED ডিসপ্লে ৷ উন্নতমানের ক্যামেরা এবং তারবিহীন চার্জিংয়ের ব্যবস্থা থাকবে।

আরও দেখুন : মাত্র ৬,০০০ টাকায় 4G VoLTE Support স্মার্টফোন!

আরও দেখুন : জিও এফেক্ট : এখন এয়ারটেল 3 মাসের জন্য দেবে ফ্রি ডেটা

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo