Redmi Note 9 Pro Max ফোনে বাম্পার অফার! মাত্র 2,399 টাকায় কেনার সুযোগ

Redmi Note 9 Pro Max ফোনে বাম্পার অফার! মাত্র 2,399 টাকায় কেনার সুযোগ
HIGHLIGHTS

Amazon-এ Smartphone Upgrade Days Sale চলছে, যার আজ শেষ দিন

Xiaomi-র জনপ্রিয় স্মার্টফোন Redmi Note 9 Pro Max বাম্পার ছাড়ে বিক্রি করা হচ্ছে

Redmi Note 9 Pro Max ফোনের 6GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টে 4,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে

ই-কমার্স ওয়েবসাইট Amazon-এ Smartphone Upgrade Days Sale চলছে, যার আজ শেষ দিন। সেল চলাকালীন অনেক স্মার্টফোনে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে। এর মধ্যে ফ্ল্যাট ডিসকাউন্ট থেকে শুরু করে এক্সচেঞ্জ অফার অবদি পাওয়া যাচ্ছে। আপনি যদি নতুন কোনও স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এটি একটি ভাল সুযোগ। এই সময়ে Xiaomi-র জনপ্রিয় স্মার্টফোন Redmi Note 9 Pro Max বাম্পার ছাড়ে বিক্রি করা হচ্ছে। এই ফোনে 4000 টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে আসুন জেনে নেওয়া যাক Redmi Note 9 Pro Max ফোন আপনি কত টাকা দিয়ে বাড়ি নিয়ে আসতে পারবেন।

বাম্পার ছাড়ে Redmi Note 9 Pro Max ফোনের বিক্রি:

Redmi Note 9 Pro Max ফোনের 6GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টে 4,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে ফোনের MRP 18,999 টাকা। ছাড়ের পরে এই ফোন 14,999 টাকায় কেনা যেতে পারে। এর পাশাপাশি 12,600 টাকার এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। আপনি যদি নিজের পুরানো ফোনটির বদলে নতুন ফোন কিনে থাকেন এবং পুরো এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যান তবে এই ফোনটি মাত্র 2,399 টাকায় আপনার হতে পারে। এছাড়াও থাকছে কিছু বিশেষ অফার।

Redmi Note 9 Pro Max স্পেসিফিকেশন

রেডমি নোট 9 প্রো ম্যাক্স ফোনে 6.67-ইঞ্চি FHD+ LCD ফুল স্ক্রিন ডট ডিসপ্লে রয়েছে। এর পিক্সেল রেজোলিউশন 2400 x 1080। এর পিক্সেল ঘনত্ব 400 ppi এবং আসপেক্ট রেশিও 20: 9। এই ফোন একটি 2.3 গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন 720 জি প্রসেসরের সাথে আসে। ফোনে 6GB এবং 8GB RAM রয়েছে। এছাড়াও, 64GB এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এ কাজ করে।

ফোনে একটি 64-মেগাপিক্সেল এর AI কোয়াড ক্যামেরা রয়েছে। এর প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেল এর। দ্বিতীয়টি একটি 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এঙ্গেল। তৃতীয়টি একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। চতুর্থটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনে পাওয়ার দেওয়ার জন্য় 5020 এমএএইচ লিথিয়াম-পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo