Amazon Happiness Upgrade Days Sale: iPhone 12, Pixel 6A স্মার্টফোনে দারুন ছাড়

Amazon Happiness Upgrade Days Sale: iPhone 12, Pixel 6A স্মার্টফোনে দারুন ছাড়
HIGHLIGHTS

অ্যামাজন হ্যাপিনেস আপগ্রেড ডেজ সেলে বিভিন্ন ফোনের উপর মিলছে দারুন ছাড়

এই সেলে আইফোন 12, পিক্সেল 6A, ওয়ানপ্লাস নর্ড 2T এর উপর থাকবে ছাড়

এক্সচেঞ্জ অফার সহ একাধিক অফার পেয়ে যাবেন গ্রাহকরা এই ছাড়ে

Amazonএ শুরু হয়েছে Amazon Upgrade Days Sale। এটি 4 অক্টোবর থেকে 8 অক্টোবর অবধি চলবে এখানে একাধিক প্রোডাক্টের উপর ছাড় মিলছে, এমনকি স্মার্টফোনের উপরেও। Samsung, Xiaomi, OnePlus, ইত্যাদি ব্র্যান্ডের স্মার্টফোনের উপর 40% ছাড় মিলছে। এছাড়াও গ্রাহকরা নির্দিষ্ট কিছু স্মার্টফোনের উপর 22,000 টাকা অবধি এক্সচেঞ্জ অফার পাবেন। অন্যদিকে RBL Bank, CitiBank, OneCard ইত্যাদির গ্রাহকরা পাবেন 10% ছাড়। গ্রাহকরা এই Amazon Happiness Upgrade Days Sale থেকে যে ফোনগুলো কিনতে পারবেন তার একটি তালিকা দেওয়া হল এখানে। দেখুন।

Redmi K50i

এই ফোনটি গ্রাহকরা নীল, সিলভার, কালো রঙে কিনতে পারবেন। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম হল 23,999 টাকা। অন্যদিকে, 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম হল 26,999 টাকা। এতে 1,000 টাকার কুপন আছে। MediaTek Dimensity 8100 চিপসেট রয়েছে এই ফোনে। সঙ্গে 144Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি full HD+ ডিসপ্লে। গ্রাহকরা এতে পাবেন 5080mAh ব্যাটারি। সেরা ডিল এখানে।

Samsung M32

15,000 টাকার মধ্যে ফোন কিনতে চাইলে এই ফোন আপনার অপশন হতে পারে। এতে আছে 90 Hz রিফ্রেশ রেট সহ 6.4 ইঞ্চির ডিসপ্লে। এছাড়া এতে আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের দাম শুরু হচ্ছে 11,499 টাকা থেকে। 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সঙ্গে আরও দুটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। 6000mAh ব্যাটারি আছে এই ফোনে। সেরা ডিল এখানে।

iPhone 12

Apple iPhone 12

এই ফোনে রয়েছে A14 বায়োনিক চিপসেট। সঙ্গে আছে 6.1 সুপার রেটিনা XDR ডিসপ্লে আছে এতে আছে দুটি 12 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এই ফোনে আছে 285 mAh ব্যাটারি যেখানে 20W ফাস্ট চার্জিং এর সুবিধা আছে। 64GB ভ্যারিয়েন্টটির দাম হল 47,999 টাকা। সেরা ডিল এখানে।

Google Pixel 6A

চলতি বছরেই গুগলের এই ফোনটি লঞ্চ হয়েছে। এতে আছে টেনসর প্রসেসর, সঙ্গে 6.13 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। এতে আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড 12 সফটওয়্যারের সাহায্যে এই ফোনটি চলে। 4410mAh ব্যাটারি আছে এই ফোনে, গ্রাহকরা এখন এই ফোনটি 33,330 টাকায় কিনতে পারবেন। সেরা ডিল এখানে।

OnePlus Nord 2T

এই ফোনে আছে MediaTek Dimensity 1300 চিপসেট। সঙ্গে 90 Hz রিফ্রেশ রেট সহ 6.43 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে রয়েছে। এতে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, সঙ্গে 80W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4500 mAh ব্যাটারি আছে। এই ফোনের 8GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এর দাম হল 28,999 টাকা। সেরা ডিল এখানে।

Samsung galaxy s22 and other phones at amazon happiness upgrade sale

Samsung Galaxy S22

এই ফোনে রয়েছে Snapdragon 8 Gen 1 চিপসেট। সঙ্গে 6.1 ইঞ্চির HDR10+ AMOLED ডিসপ্লে যেখানে 120 HZ রিফ্রেশ রেট। অ্যান্ড্রয়েড 12 এর সাহায্যে এই ফোনটি চলে। এতে আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। ট্রিপল ক্যামেরা মিলবে এই ফোনে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ। 25W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 3700mAh ব্যাটারি আছে। এই ফোনের 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটি বর্তমানে 52,999 টাকায় পাওয়া যাচ্ছে। সেরা ডিল এখানে।

OnePlus 10R

MediaTek Dimensity 8100max প্রসেসরের সাহায্যে এই ফোন চলে। এতে আছে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে যেখানে আছে 120HZ রিফ্রেশ রেট। এতে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা, যেখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম হল 32,999 টাকা। সেরা ডিল এখানে।

Digit.in
Logo
Digit.in
Logo