5G smartphones under Rs 10000 Lava Storm Lite 5G vs Samsung Galaxy A06 5G vs Moto G45 5G compare
Lava সম্প্রতি 10 হাজার টাকার কম বাজেটে তার নতুন 5G Smartphone Lava Storm Lite 5G লঞ্চ করেছে। লাভা স্ট্রোম লাইট ৫জি ফোনের প্রতিযোগিতা Samsung Galaxy A06 5G এবং Moto G45 এর সাথে হবে। এখানে আমরা তিনটি স্মার্টফোনের তুলনা করে বলবো। তিনটি স্মার্টফোনের দাম 10 হাজার টাকার কম। তবে আসুন জেনে নেওয়া যাক লাভা স্ট্রোম লাইট ৫জি, স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি এবং মোটো জি৪৫ ফোনের ফিচার এবং দামের তুলনা করে জেনে নেওয়া যাক।
লাভা স্ট্রোম লাইট ৫জি ফোনের 4GB RAM+64GB স্টোরেজের দাম 7999 টাকা। এছাড়া স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনের 4GB RAM+64GB স্টোরেজের দাম 9687 টাকা এবং মোটো জি৪৫ ৫জি ফোনের 4GB RAM+128GB ফোনের দাম 9999 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: Vivo T4 Ultra vs T3 Ultra: পুরনো ভিভো ফোন থেকে কতটা আলাদা নতুন ভিভো টি৪ আল্ট্রা ফোন, স্পেক্স এবং দাম
ডিসপ্লে
ডিসপ্লের কথা বললে, লাভা স্ট্রোম লাইট ৫জি ফোনে 6.75-ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট সহ আসে। স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া। এতে 800 নিটস পিক ব্রাইটনেস দেওয়া। এছাড়া মোটো জি৪৫ ৫জি ফোনে পাওয়া যাবে 6.5-ইঞ্চি প্লাস ডিসপ্লে যা 120Hz রিফ্রেশ রেট অফার করে।
প্রসেসর
পারফরম্যান্সের জন্য লাভা স্ট্রোম লাইট ৫জি ফোনটি অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 6nm চিপসেটে কাজ করে। তবে গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনে অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর পাওয়া যাবে। মোটো জি৪৫ ৫জি ফোনটি কাজ করে কোয়ালকম Snapdragon 6s Gen 3 চিপসেটে।
ক্যামেরা
ফটোগ্রাফির ক্ষেত্রে লাভা স্ট্রোম লাইট ৫জি ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া। ফ্রন্টে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। তবে গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনে মিলবে 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং 2 মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর লেন্স। ফ্রন্টে পাওয়া যাবে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া মোটো জি৪৫ ৫জি ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
পাওয়ার দিতে লাভা স্ট্রোম লাইট ৫জি ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যা 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। তবে গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনে থাকছে 5000mAh ব্যাটারি, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মোটো জি৪৫ ৫জি ফোনেও একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টাম
নতুন লাভা ফোনটি Android 15 অপারেটিং সিস্টামে কাজ করে। তবে স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনটি Android 14 অপারেটিং সিস্টামে চলে। পাশাপাশি মোটো জি৪৫ ৫জি ফোনটিও Android 14 এ চলে।
আরও পড়ুন: 11 হাজার টাকা থেকে শুরু হচ্ছে Smart TV এর দাম, Amazon সেলে এই 5 টিভিতে দেদার ছাড়