80,000-এর মধ্যে সেরা ক্যামেরা ফোন চান? iPhone 14, Pixel 7 Pro সহ এই 5 মোবাইল থাক তালিকায়

80,000-এর মধ্যে সেরা ক্যামেরা ফোন চান? iPhone 14, Pixel 7 Pro সহ এই 5 মোবাইল থাক তালিকায়
HIGHLIGHTS

ভারতে এখন একাধিক প্রিমিয়াম ক্যামেরা স্মার্টফোন আছে

তালিকায় রাখতে পারেন iPhone 14, Pixel 7 Pro ফোনটিকে

Samsung Galaxy S23 ফোনটিও এই তালিকায় থাকবে

আজকাল আর কতজনই বা আলাদা DSLR ক্যামেরা ব্যবহার করেন ছবি তোলার জন্য? অধিকাংশ মানুষই ফোনের ক্যামেরা দিয়েই নানা মুহূর্তকে বন্দি করে রাখেন। সে বেড়াতে যাওয়ার ছবি হোক বা কোনও অনুষ্ঠান বা দৈনন্দিন জীবনের কোনও বিশেষ মুহূর্ত সবই তোলা থাকে ফোনে।

এই জন্য আজকাল কেউ ফোন কিনতে গেলে সবার আগে দেখে সেই ফোনের ক্যানেরা কেমন। আপনিও যদি সেই একই দলে পড়েন তাহলে এই প্রতিবেদন আপনার জন্যই। প্রিমিয়াম কোয়ালিটি ক্যামেরা ফোন চাইলে কোন কোন ফোন কিনতে পারেন দেখুন। তালিকায় রাখুন iPhone 14, Pixel 7 Pro, Samsung Galaxy S23, ইত্যাদিকে। 

Samsung Galaxy S23

এই ফোনটি Amazon থেকে 79,999 টাকায় কেনা যাবে। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 10 মেগাপিক্সেলের একটি টেলি ফটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর। 

5 Best camera phones under 80000

iPhone 14

এই ফোনটি Amazon থেকে 71,999 টাকায় কেনা যাচ্ছে। এখানে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা। দুটো ক্যামেরাতেই আছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর।

ফ্রন্ট ক্যামেরায় আছে 12 মেগাপিক্সেলের সেন্সর। ফটোনিক ইঞ্জিন টেকনোলজির সাহায্যে এই ফোন ছবি তোলে। HDR, সিনেমাটিক মোড, ইত্যাদি সুবিধা পাওয়া যাবে এখানে।

আরও পড়ুন: 20,000-এর মধ্যে সেরা ফোন চান? Lava Agni 2, IQOO Z7 নাকি OnePlus Nord CE 3 Lite: কোনটা সেরা? 

Pixel 7 Pro

এই ফোনটি Amazon থেকে 70,990 টাকায় কেনা যাবে। এখানে আছে AI ক্ষমতাসম্পন্ন ক্যামেরা প্রসেসর। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 48 এবং 12 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর।

ফ্রন্ট ক্যামেরায় আছে 10.8 মেগাপিক্সেলের একটি সেন্সর। ডুয়াল LED ফ্ল্যাশ, HDR, ইত্যাদির সুবিধা আছে এই ফোনে। 

5 Best camera phones under 80000

Vivo X80 Pro

এই ফোনে চারটি রিয়ার ক্যামেরা আছে। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 48 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা। আরেকটি ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের সেন্সর।

এই ফোনে 2X জুমের সুবিধা আছে। ডায়নামিক রেঞ্জ, কালার রিপ্রোডাকশন ইত্যাদির সুবিধা মিলবে এই ফোনে। 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে। 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল Flipkart থেকে 79,999 টাকায় কেনা যাচ্ছে। 

আরও পড়ুন: Realme Narzo N53 Vs Redmi 12C: কোনটি সেরা বাজেট ফোন হিসেবে?

Xiaomi 13 Pro

Amazon থেকে এই ফোনের 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল 79,999 টাকায় কেনা যাবে। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে, তিনটি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo