4 GB র‍্যাম আর 32 GB ইন্টারনাল স্টোরেজ নিয়ে এই ফোনটি আজকে ফাইন গোল্ড কালারে আপনার হতে পারে

HIGHLIGHTS

ফ্লিপকার্টে Moto G5 Plus স্মার্টফোনটি আজকে ফ্লিপকার্টে ভাল ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

4 GB র‍্যাম আর 32 GB ইন্টারনাল স্টোরেজ নিয়ে এই ফোনটি আজকে ফাইন গোল্ড কালারে আপনার হতে পারে

আপনি যদি অনেক দিন ধরেই মোটোরোলা ব্র্যান্ডের একটি স্মার্টফোন কেনার কথা ভাবছিলেন। তবে আজকে এই মোটোরোলার ফোনটি কেনার জন্য আপনার কাছে একটি ভাল সুযোগ এসেছে। আসলে আজকে এই মোটোর ফোনটির ওপর অনলাইনে শপিং ওয়েবসাইট ফ্লিপকার্ট ভাল ডিস্কাউন্ট দিচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আজকে Moto G5 Plus ফোনটি আপনি ফ্লিপকার্ট থেকে 13,999 টাকায় কিনতে পারবেন। আজকে ফ্লিপকার্টে এই ফোনটির ওপর 17% এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এই ফোনটির আসল দাম সাইটে 16,999 টাকা বলা হয়েছে।

এই ফোনটিতে 4 GB র‍্যাম আর 32 GB ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনের স্টোরেজকে 128GB অব্দি এক্সপেন্ড করা যাবে। এই ফোনটিতে 3000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 অক্টা-কোর 2GHz প্রসেসার দেওয়া হয়েছে।এই ফোনটির ডিসপ্লে 5.2 ইঞ্চির ফুল HD ডিসপ্লে। এই ফোনটির রেয়ার ক্যামেরা 12MP’র আর এর ফ্রন্ট ক্যামেরা 5MP’র।

এই ফোনটি আপনি ক্যাস অন ডেলিভারিতেও কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে কেনা যেতে পারে। এই ফোনটি 1,750 টাকার নো কস্ট মান্থলি ইন্সটলমেন্টে কেনা যেতে পারে।

নোটঃ সাইটের ডিলের দামে আপনি কিছু পরিবর্তন দেখতে পারেন, আসলে সাইটের দামের পরিবর্তন সাইটের ব্যক্তিরাই করে থাকেন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo