Microsoft এবার ভারতে আনল Surface Laptop 5, কত দামে এই ল্যাপটপ মিলবে জানেন?

Microsoft এবার ভারতে আনল Surface Laptop 5, কত দামে এই ল্যাপটপ মিলবে জানেন?
HIGHLIGHTS

ভারতে লঞ্চ হল Microsoft এর নতুন ল্যাপটপ Surface Laptop 5

এই ল্যাপটপে আছে 13.5 ইঞ্চির একটি ডিসপ্লে, সঙ্গে মিলবে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ

1,07,999 টাকা থেকে এই ল্যাপটপের দাম শুরু হচ্ছে, কমার্শিয়াল ল্যাপটপটির দাম 1,11,899 টাকা

Microsoft তাদের নতুন Laptop এবার ভারতে নিয়ে এল। যে ল্যাপটপ কিছুদিন আগেই লঞ্চ করে গিয়েছে এবার সেটা হাজির হল ভারতে। তবে প্রথম যখন এই ল্যাপটপ লঞ্চ করে তখন থেকে নানান আলাপ আলোচনা চলেছে যে কবে এই ল্যাপটপ ভারতে আসবে, দেশের বাজারে কত দাম হবে এটার? অবশেষে সেই জল্পনা শেষ করে Surface Laptop 5 এবার এসে গেল ভারতে। তবে Surface Laptop 5 নয়, আর কিছুদিনের মধ্যেই ভারতীয় ক্রেতারা Surface Pro 9ও কিনতে পারবেন।

কোথা থেকে এই ল্যাপটপ কিনতে পারবেন ভারতীয় ক্রেতারা? 

জানা গিয়েছে এই ল্যাপটপ Croma, বিজয় সেলস, Amazon, Reliance Digital ইত্যাদি জায়গা থেকে কিনতে পারবেন গ্রাহকরা। Microsoft এর এই দুটো প্রোডাক্ট অর্থাৎ Surface Laptop 5 এবং Surface Pro 9 কিনতে পারবেন গ্রাহকরা।

কত দাম এই ল্যাপটপের? 

1,07,999 টাকা থেকে Surface Laptop 5 এর দাম শুরু হচ্ছে ভারতে। এই টাকায় 13.5 ইঞ্চির ডিসপ্লে মিলবে। 12th Gen Core i5 আছে এই মডেলে, সঙ্গে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। এই ল্যাপটপের যে কমার্শিয়াল মডেল আছে সেটার দাম পর্বে 1,11,899 টাকা। 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ল্যাপটপ এবং Core i7 প্রসেসর থাকবে আরেকটি মডেলে। সেই মডেলের দাম ভারতে পড়বে 1,78,999 টাকা। তবে কমার্শিয়ালি এই ল্যাপটপের দাম 1,80,899 টাকা পড়বে।

surface laptop 6

কী কী ফিচার আছে এই ল্যাপটপে? 

চারদিকের পাতলা বেজেল সহ 13 ইঞ্চির পিক্সেলসেন্স ডিসপ্লে রয়েছে Surface Pro 9 নোটবুকে। 2880X1920 পিক্সেল রেজোলিউশন এবং 120 Hz রিফ্রেশ রেট মিলবে এই নোটবুকে। ভিভিড কালার প্রোফাইল আছে এখানে। সুরক্ষার জন্য গ্রাহকরা পেয়ে যাবেন গোরিলা গ্লাস। এছাড়া Surface Pro 9 তে Intel Core i5-1235U এবং Core i7-1255U প্রসেসর মিলবে। Iris Xe এর সঙ্গে যুক্ত করা আছে এই নোটবুক যা গ্রাফিক্সের কাজে সাহায্য করবে। গ্রাহকরা এখানে 2W স্টিরিও স্পিকার এবং ডলবি Atmos এর সুবিধা মিলবে, সঙ্গে গ্রাহকরা পাবেন 1TB ইন্টারনাল স্টোরেজ এবং 32 GB RAM।

108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকবে এই নোটবুকে যার সাহায্যে 4K ভিডিও এবং 1080p ভিডিও রেকর্ড করা যাবে। এখানে ব্লুটুথ 5.1 এবং wifi 6 এর সুবিধা মিলবে কানেকটিভিটির জন্য। উইন্ডোজ 11 থাকবে এই নোটবুকে সফটওয়্যার হিসেবে। 

অন্যদিকে Surface Laptop 5 এ গ্রাহকরা পেয়ে যাবেন 13.5 ইঞ্চির একটি ডিসপ্লে যেখানে ভিভিড কালার প্রোফাইল মিলবে। আরও একটি সাইজে এই ল্যাপটপ উপলব্ধ হবে, সেটা হল 15 ইঞ্চি। এই ল্যাপটপে প্রসেসর হিসেবে রয়েছে Intel Core i5-1235U এবং i7-1255U, সঙ্গে সুরক্ষার জন্য আছে গোরিলা গ্লাস 5। এই ল্যাপটপের সব থেকে আকর্ষণীয় ফিচার হল এর উইন্ডোজ হ্যালো ফেস অথেনটিকেশন। ডলবি Atmos সাপোর্ট রয়েছে এই ল্যাপটপে। উইন্ডোজ 11 রয়েছে এই ল্যাপটপে সফটওয়্যার হিসেবে। কানেকটিভিটির জন্য এখানে আছে ব্লুটুথ 5.1 এবং wifi 6 এর সুবিধা।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo