HIGHLIGHTS
এক্ষেত্রে আপনাদের কিছু ডকুমেন্টও আপলোড করতে হবে, যেমন স্ক্যান্ড ছবি, বয়সের প্রমান পত্র আর ঠিকানার প্রমান
যদি এখনও আপনার ভোটার কার্ড লম্বা লাইনের ভয়ে না বানানো হয়ে তাহকে তবে আজকে আমরা আপনাদের জন্য একটি ভাল খবর নিয়ে এসেছি।আসলে আপনারা এখন বাড়িতে বসেও ভোটার আইডি কার্ড অনলাইনে বানাতে পারবেন। আর এর জন্য আমরা আপনাদের কিছু সহজস্টেপ নিচে বলছি। আসুন এগুলি দেখে নেওয়া যাক।
Survey