TATA SKY নিয়ে এসেছে 6টি সেমি অ্যানুয়াল প্যাক, প্রাথমিক দাম 2,007 টাকা

HIGHLIGHTS

কর্পোরেট কানেকশান এই প্যাকে পাওয়া যাবে

প্রতি মাসের জন্য প্ল্যান থাকবে

TATA SKY নিয়ে এসেছে 6টি সেমি অ্যানুয়াল প্যাক, প্রাথমিক দাম 2,007 টাকা

Tata sky গ্রাহকদের জন্য দারুন খবর সামনে এসেছে, আসলে কোম্পানি তাদের DTH প্ল্যাটফর্মে নতুন সেমি অ্যানোয়াল প্যাক নিয়ে এসেছে। আর এই নতুন সেমি অ্যানোয়াল প্যাক প্রতি মাসে লক ইন পিরিয়েডের সঙ্গে আসবে আর এটি শুধু কর্পরেট কানেকশানের জন্য আসবে, আর এমনি ইউজাররা এর সুবিধা পাবেন না।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

সম্প্রতি টাটা স্কাই তাদের 2007 আর 2840 টাকার প্যাক নিয়ে এসেছিল। আর 2007 টাকার দাম একটি বেসিক প্ল্যান যা একটি সেমি অ্যানোয়াল প্ল্যান আর এতে টাটা স্কাইএর বাছা হিন্দি আর গুজরাটি চ্যানেল দেখা যাবে। আর এর সঙ্গে HD প্ল্যান যা 2,698 টাকার। আর এর সঙ্গে ইউজাররা এই অফারে 2008 টাকা আর নতুন ইনিফিনিটি বেসিক সেমি অ্যানোয়াল প্ল্যান আর এখানে ও 2,836 টাকার প্ল্যান।

আর এই ভাবে টাটা স্কাই অন্যান্য ভাষার জন্যও এনেছে। মারাঠির জন্য 2,029 টাকার প্ল্যান শুরু হচ্ছে। আর সেখাএন এই প্যাক হাই ডেফিনেশান HD তে 2,840 টাকা দামের। আর DTH অপারেটারদের জন্য লাইট প্যাকও লঞ্চ করা হয়েছে। আর এটি ট্যাক্সের পরে 146 টাকা দামের। আর এই প্যাকে 66টি চ্যানেল আছে আর প্যাক HD তে 68 টি চ্যানেল পাওয়া যাচ্ছে।

টাটা স্কাই আলাদা আলাদা জায়গায়র জন্য আলাদা আলাদা ভাষার প্ল্যান এনেছে। এই প্যাকে বাংলা স্মার্টপ্ল্যান 220টাকা, হিন্দি স্মার্ট প্ল্যান 249 টাকা আর পাঞ্জাবি আর গুজরাটি প্ল্যান 249 টাকার আর সেখানে ওড়িয়া প্ল্যান 211টাকা আর মারাঠি প্ল্যান 26 টাকার তেলেগু 249 টাকা আর তামিল, কন্নড় আর মালায়ালাম স্মার্টপ্ল্যান 249 টাকার।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo