ওটিটি প্ল্যাটফর্ম বা অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে বাংলা কনটেন্টের মধ্যে অন্যতম জনপ্রিয় হল হইচই টিভি (Hoichoi TV)। এই ওটিটি প্ল্যাটফর্মে 2021-2022 সালে লঞ্চ করতে চলেছে 80 থেকে 100 টিরও বেশি কনটেন্ট। হইচই টিভির প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাবে 1,000 টাকার মধ্যে। আসুন দেখে নেওয়া যাক এই ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে কোন কোন ওয়েব সিরিজ-
মধুমিতা সরকার অভিনীত এই ওয়েব সিরিজ লঞ্চ করছে এই নভেম্বরেই। সুকান্ত গাঙ্গুলির বটতলা উপন্যাস অবলম্বনে তৈরি এই ওয়েব সিরিজকে পরিচালনা করছেন জয়দীপ মুখারজি। একটি MMS মুহূর্তের মধ্যে বদলে দিল এক সাধারণ মেয়ের জীবন, এই নিয়েই তৈরি হচ্ছে নতুন সিরিজ।
ব্যোমকেশঃ চোরাবালি (Season 7)
জনপ্রিয় ওয়েব সিরিজ ব্যোমকেশের সপ্তম সিজেন হিসেবে আসছে এই ওয়েব সিরিজ । অভিনয়ে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য , অর্জুন চক্রবর্তী, উষসী রায়। এই নতুন সিরিজ ব্যোমকেশের চোরাবালি উপন্যাসকে নিয়ে আসছে পর্দায়। এই ওয়েব সিরিজ লঞ্চ করতে পারে নভেম্বরে।
টিকটিকি
ধ্রুব ব্যানারজীর পরিচালনায় এই ওয়েব সিরিজ একটি ড্রামা- থ্রিলার। এই ওয়েবসিরিজের গল্প একজন লেখককে নিয়ে যিনি এমন কিছু ভয়ানক জিনিসের ওপর বিশ্বাস করেন, যার ফলে তাকে পরে অনেক সমস্যায় পড়তে হয়। এই ওয়েব সিরিজ ঠিক কবে রিলিজ করবে তা জানা যায়নি। অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য এবং কৌশিক সেন।
রুদ্রবীণার অভিশাপ
এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার ওয়েবসিরিজে অভিনয় করতে চলেছেন সৌরভ দাস এবং দিতিপ্রিয়া রায়। এই ওয়েব সিরিজ লেজেন্ড স্টোরি এবং ঐতিহাসিক অভিশাপের গল্পের ওপর নির্ভর করে তৈরি হচ্ছে। এই ওয়েব সিরিজ রিলিজ করতে পারে 18 নভেম্বর।
খ্যাপা শহর
Murder in Hills ওয়েব সিরিজের পর অঞ্জন দত্তের পরিচালনায় রিলিজ করতে চলেছে ওয়েব সিরিজ খ্যাপা শহর। এই অ্যাকশন, ক্রাইম এবং থ্রিলার সিরিজের বিষয় হল দুটি পুলিশের দলের মধ্যে গ্যাং ওয়ার। এই সিরিজ কবে রিলিজ করবে তা এখনো জানা যায়নি।