iQOO 8 এবং iQOO 8 Legend ফোন শীঘ্রই ভারতে হবে লঞ্চ, জানুন ফিচার

iQOO 8 এবং iQOO 8 Legend ফোন শীঘ্রই ভারতে হবে লঞ্চ, জানুন ফিচার
HIGHLIGHTS

iQOO ব্র্যান্ড iQOO8 এবং iQOO8 Legend মডেল ভার‍তে লঞ্চ করতে পারে

এই দুটি স্মার্টফোন আগস্টে চিনে লঞ্চ করেছে

দুটি ডিভাইস আসবে অ্যামোলয়েড ডিসপ্লে এবং ফাস্ট চার্জ সাপোর্ট সমেত

iQOO ব্র্যান্ড ভারতে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ব্র্যান্ডের নতুন লাইনআপের মডেল iQOO8 সিরিজ চিনে গত আগস্টে লঞ্চ করেছিল। মনে করা হচ্ছে এই ফোন এইবার ভারতে লঞ্চ করতে চলেছে। iQOO 7 ডিভাইসের পরের জেনারেশনের মডেল হিসেবে লঞ্চ করতে চলেছে iQOO8 সিরিজের স্মার্টফোন।

জানা যাচ্ছে iQOO8 সিরিজে আসতে চলেছে দুটি স্মার্টফোন মডেল । একটি iQOO8 এবং অন্যটি iQOO8 Legend। রিপোর্টে জানা গিয়েছে যে ভারতে iQOO8 ডিভাইসের ভ্যানিলা মডেলও লঞ্চ করতে পারে। মনে করা হচ্ছে আগামী দিনে iQOO ব্র্যান্ডের তরফে এই নতুন সিরিজের লঞ্চের বিষয়ে টিজার পোস্ট করা হবে। এই স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে পারে এই মাসের শেষে বা নভেম্বরের প্রথম সপ্তাহে। স্বাভাবিকভাবেই এই ফোনের স্পেসিফিকেশনগুলির সাথে iQOO8 সিরিজের চাইনিজ ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশনের মিল থাকবে।

iQOO8 স্মার্টফোনের স্পেসিফিকেশন-

  • iQOO8 স্মার্টফোন আসতে পারে 6.56 ইঞ্চির এফএইচডি প্লাস অ্যামোলয়েড ডিসপ্লের সঙ্গে।
  • স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে 120Hz এবং স্ক্রিন টু বডি রেশিও হতে পারে 92.76।
  • এতে থাকতে পারে 398 PPI রেট এবং অ্যাসপেক্ট রেশিও হতে পারে 19.8:9 ।
  • মোবাইলের ডিসপ্লেতে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
  • iQOO8 স্মার্টফোন আসতে পারে স্ন্যাপড্রাগন 888 চিপসেটের সঙ্গে। যা যুক্ত থাকবে অ্যাডরিনো 660 GPU –র সিঙ্গে।
  • এই ডিভাইস আসতে পারে 12GB LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজের সাথে।
  • এই ফোন চলতে পারে অরিজিন OS 1.0 নির্ভর অ্যান্ড্রয়েড 11 সিস্টেমে।
  • এই হ্যান্ডসেটের ক্যামেরা স্পেসিফিকেশন হিসেবে থাকতে পারে 48MP SonyIMX598 প্রাইমারি সেন্সর।
  • এছাড়া এই ডিভাইস আসতে পারে 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 13MP পোট্রেট লেন্সের সাথে।
  • এই ফোনে সেলফি ক্যামেরা হিসেবে থাকতে পারে 16MP ক্যামেরা, যাতে থাকবে ফেস-লক সাপোর্ট।
  • এই স্মার্টফোনে থাকতে পারে 4,350mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জের সাপোর্ট।
  • কানেক্টিভিটির জন্য থাকতে পারে 5G সাপোর্ট, ডুয়াল ব্যান্ড, ওয়াই-ফাই, ইউএসবি টাইপ সি পোর্ট, Bluetooth এবং GPS।
  • এই ফোনের ওজন হতে পারে 199.9 গ্রাম।

iQOO8 Legend স্মার্টফোনের স্পেসিফিকেশন-

  • iQOO8 Legend ডিভাইসে থাকতে পারে 6.78 ইঞ্চির অ্যামোলয়েড ডিসপ্লে এবং স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে 120HZ।
  • এই ফোনের অ্যাসপেক্ট রেশিও হতে পারে 20:9 এবং স্ক্রিন টু বডি রেশিও হতে পারে 92.2 পারসেন্ট।
  • এই স্মার্টফোনের ডিসপ্লে আসতে পারে HDR 10+ এবং ডলবি ভিসনের সাপোর্ট সমেত।
  • এই হ্যান্ডসেটে থাকতে পারে স্ন্যাপড্রাগন 888 প্লাস প্রসেসর এবং সঙ্গে থাকতে পারে অ্যাডরিনো 660 GPU ।
  • এই ফোনে থাকতে পারে 12GB LPDDR5 RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ।
  • এই স্মার্টফোন চলবে অরিজিন OS 1.0 নির্ভর অ্যান্ড্রয়েড 11 সিস্টেমে।
  • iQOO8 Legend ডিভাইসে থাকতে পারে ট্রিপল লেন্স ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে 50MP সেন্সর।
  • এই ফোনের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে জিম্বাল স্টেবিলাইজেশনের সঙ্গে।
  • এছাড়া এতে থাকতে পারে 48MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 16MP পোট্রেট লেন্স।
  • সেলফি ক্যামেরা হিসেবে থাকতে পারে 16MP ক্যামেরা, ফেস-লক সাপোর্ট সমেত।
  • কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকতে পারে 5G সাপোর্ট, ডুয়াল ব্যান্ড, ওয়াই-ফাই, ইউএসবি টাইপ সি পোর্ট, Bluetooth এবং GPS।
  • এই ডিভাইসে থাকতে পারে 4,500 mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জের সাপোর্ট।

Digit.in
Logo
Digit.in
Logo