বন্ধ হয়ে যেতে পারে Google Chrome ব্রাউজার, যদি না করেন লেটেস্ট আপডেট, কারণ জানুন

বন্ধ হয়ে যেতে পারে Google Chrome ব্রাউজার, যদি না করেন লেটেস্ট আপডেট, কারণ জানুন
HIGHLIGHTS

Google Chrome লঞ্চ করেছে লেটেস্ট স্টেবল আপডেট

পুরনো M48 ক্রোম ভার্সনে বন্ধ হয়ে যাবে ডেটা সিঙ্কিং

গুগল ক্রোমে সেভ হবে না পাসওয়ার্ড, বুকমার্ক

সার্চ ইঞ্জিন Google Chrome ইউজারদের জন্য নিয়ে এসেছে নতুন আপডেট। গুগল Chrome সম্প্রতি M96 স্টেবল আপডেট হাজির করেছে। তবে এখনো বেশ কিছু ইউজার রয়েছে যারা M48 ক্রোম ভার্সন ব্যাবহার করছেন। গুগলের তরফে তাদের M94 ভার্সনে আপডেট করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই লেটেস্ট আপডেট না করলে যে ক্রোমে আর অন্যান্য অ্যাপের পাসওয়ার্ড, বুকমার্ক এবং হিস্ট্রি সিঙ্ক করা যাবে না তা সম্পর্কে করেছেন।

কমিউনিটি পেজে গুগল জানিয়েছে যে নতুন M94 ভার্সন আসার ফলে M48 ভার্সনে ডেটা সিঙ্কের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে । তাই যারা এই ফিচারকে ইউজ করতে চাইছেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব M94 ভার্সনে আপডেট করিয়ে নিতে হবে।

গুগলের তরফে Google Chrome- র M94 ভার্সনের আপডেটকে বাধ্যতামূলক করা হয়েছে। এই আপডেট না করলে পাসওয়ার্ড সিঙ্কের ক্ষেত্রে নিরাপত্তার অভাব ঘটতে পারে বলেও জানা গিয়েছে। যাদের কম্পিউটারে অটো আপডেট এনাবেল করা রয়েছে তাদের ডিভাইসে নিজে থেকেই এই নতুন আপডেট হয়ে যাবে। কিন্তু যাদের এই অপশন ডিজেবেল রয়েছে তারা ম্যানুয়ালি আপডেট করে নিতে পারেন।

কীভাবে ফোনে Google Chrome আপডেট করবেন-

• মোবাইলে Google Chrome ব্রাউজার আপডেট করতে হলে প্রথমে প্লে-স্টোর ওপেন করতে হবে।
• তারপর Google Chrome লিখে ডিরেক্ট সার্চ করলে ডানদিকে ব্রাউজারের লেটেস্ট কোনো আপডেট থাকলে তা চলে আসবে।
• এরপর Update অপশনে ক্লিক্ম করলেই কাজ হয়ে যাবে।
• ইউজার চাইলে ক্রোমের সেটিংস অপশনে গিয়ে লেটেস্ট আপডেট কি রয়েছে তা চেক করে নিতে পারেন।

Google Chrome ব্রাউজারকে কিভাবে কম্পিউটারে আপডেট করবেন-

• প্রথমে ডেস্কটপে Google Chrome ওপেন করতে হবে।
• সাইট ওপেন হবার পর লেটেস্ট কোনো আপডেট যদি থেকে থাকে তাহলে ডানদিকের ওপরের অংশে অরেঞ্জ বক্সে নোটিফিকেশন দেখা যাবে।
• এরপর আপডেট অপশনে ক্লিক করলে নতুন ভার্সন ডাউনলোড হতে শুরু করবে।
• আপডেট ডাউনলোড করার পর ইনস্টল করে নিতে হবে।
• তারপর ল্যাপটপে Chrome ব্রাউজার ইনস্টল করে নিলেই নতুন আপডেটের ব্রাউজার পাওয়া যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo