Cheapest Mini Portable ac mini air cooler price under 2000 rs chilling like Kashmir
Mini Portable AC: দেশে চরমে বাড়ছে তাপমাত্রা। প্রচন্ড গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। এই গরম থেকে রক্ষা পেতে বাড়ি নিয়ে আসুন কম বাজেটে পোর্টেবাল এয়ার কুলার। Amazon সাইটে 1500 টাকার কম দামে সেরা পোর্টেবাল এয়ার কুলার, যা আপনার বাড়িকে সেকেন্ডেই লেহ লাদাখের মতো ঠান্ডা করে দেবে।
দেওয়ালে ইন্সটলেশন না করেই ঘরের যেকোনো কোনায় সহজে এই কুলার রাখা যায়। ছোট এই কুলারটি নিমিষে ঘরকে গরম থেকে ঠান্ডা করে দেবে। এটি ছোট ঘর বা বাড়ির জন্য একদম পারফেক্ট বলা যেতে পারে। এটি মাত্র 1299 টাকায় কেনা যাবে।
আরও পড়ুন: OMG! মাত্র 5990 টাকায় Smart TV, অ্যামাজন সামার সেলে জলের দরে টিভি কেনার সুযোগ
এই পোর্টেবাল কুলারটি 1999 টাকায় বিক্রি হচ্ছে। এতে 3000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে। যার মানে এটি মাত্র 1699 টাকায় কেনা যাবে। এটি দোকান, বাড়ি, রান্না ঘর বা অফিসে রাখার জন্য একদম সেরা।
হোমট্রনিক্স লাইট ওয়েট কুলারটি দ্রুত ঘরকে ঠান্ডা করে। এয়ার কুলারটি এয়ার ফ্লো প্রযুক্তির মাধ্যমে ঘরে প্রতিটি কোণা ঠান্ডা করবে। হালকা ওজন হওয়ার কারণে এটি সহজ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। এটি মাত্র 1956 টাকায় কেনা যাবে।
1399 টাকায় আসা এই পোর্টেবাল এয়ার কুলারটি ফাস্ট কুলিং অফার করে। এতে 4000mAh ব্যাটারি রয়েছে। সাথে এটি USB কানেক্টিভিটি সাপোর্ট করে।