Buy Voltas 1 5 ton 3 Star Inverter Split AC on 50 percent discount on Amazon
Voltas 1.5 Ton AC: গ্রীষ্মের মরসুমে এসি আকাশ ছোঁয়া হয় যায়। তবে এই প্রচন্ড গরমে বাড়িকে ঠান্ডা রাখতে প্রয়োজন হয় একটি ভাল AC (Air Conditioner) বা Air Cooler এর। এই প্রচন্ড গরমে আপনিও যদি কম বাজেটে একটি ভাল ফিচার সহ এয়ার কান্ডিশনার বা এসি কিনবেন ভাবছেন তবে এটাই সুযোগ। আসলে Amazon সাইটে ভোল্টাস 1.5 ton 3 Star এসি অর্ধেক দামে বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক ভোল্টাস এসিটি কত টাকা সস্তা দামে কেনা যাবে।
Voltas 1.5 ton 3 Star Inverter Split AC
আমরা যেই অফারের কথা বলছি, সেটি ভোল্টাস কোম্পানির 1.5 টন 3 স্টার স্প্লিট এসি। এটি Amazon সাইটে 50 শতাংশ ছাড়ের সাথে মাত্র 33,990 টাকা দামে লিস্ট করা। তবে এটির MRP 67,990 টাকা।
এখানেই শেষ নয়, কোম্পানি এতে 1000 টাকার কুপন ডিসকাউন্টও অফার করছে। যার পরে এটির দাম আরও কমে 32,990 টাকা হয় যাবে।
এছাড়া, গ্রাহকরা ICICI Bank Credit Card পেমেন্টে 1500 টাকা ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। যার মানে গ্রাহকরা 31,490 টাকায় কিনতে পারবেন।
ফিচারের কথা বললে, ভোল্টাস 1.5 টনের একটি 3 স্টার রেটিং এসি। এতে 4 ইন 1 এডজেস্টেবাল মোড পাওয়া যাবে। যার মানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো মোডে এসি চালাতে পারেন।
এছাড়া এটি এন্টি ডাস্ট ফিল্টার ফিচার দেওয়া। এটি আপনার ঘরকে ধুল থেকে রক্ষা করবে।
এসিটি আপনার ইলেকট্রসিটিও কম খরচ করবে। এতে কপার কনডেন্সার দেওয়া হয়েছে যা আপনার বাড়িকে দ্রুত ঠান্ডা করে তুলবে।
Note: Amazon Prime Member থাকাতে উপরে দেওয়া প্রোডাক্টে ফাস্ট ডেলিভারি পেতে পারেন। শুধু তাই নয়, Amazon Prime Membership এর একাধিক সুবিধা থাকে। এখানে ক্লিক করে আপনি Amazon Prime Membership সহজে নিতে পারেন।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.