Apple MacBook Air M1: সবথেকে কম দামে অ্যাপল ম্যাকবুক কেনার সুযোগ

Apple MacBook Air M1: সবথেকে কম দামে অ্যাপল ম্যাকবুক কেনার সুযোগ
HIGHLIGHTS

MacBook Air M1 যখন টেক মার্কেটে লঞ্চ করেছিল, তখন দাম ছিল 92,900 টাকা মতন

অ্যাপেল ব্র্যান্ডের অফিসিয়াল রি-সেলার Imgine স্টোরে এই ডিভাইসের ওপর পাওয়া যাচ্ছে 7,400 টাকার ছাড়

HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে এই ল্যাপটপ কেনেন তবে 6,000 টাকার ক্যাশব্যাক পাবেন

আপনি কি নতুন কোনো MacBook Air মডেল কেনার কথা ভাবছেন? তবে আপনার জন্য রয়েছে একটা দারুণ খবর। এখন আপনি Apple MacBook Air M1 ডিভাইস কিনতে পারবেন দারুন ছাড়ে। সম্ভবত, 2021 সালে এই শেষ বারের মতো Apple MacBook Air ডিভাইস কেনা যাবে আসল দামের থেকে বেশ খানিকটা কমে।

MacBook Air M1 যখন টেক মার্কেটে লঞ্চ করেছিল, তখন দাম ছিল 92,900 টাকা মতন। তবে এখন অ্যাপেল ব্র্যান্ডের অফিসিয়াল রি-সেলার Imgine স্টোরে এই ডিভাইসের ওপর পাওয়া যাচ্ছে 7,400 টাকার ছাড়। যার মানে এখন MacBook Air M1 কেনা যাবে 85,500 টাকায়। কাস্টমারেরা যদি HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে এই ল্যাপটপ কেনেন তবে 6,000 টাকার ক্যাশব্যাক পাবেন। এই ক্যাশব্যাক অফার HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে ইএমআই ট্র্যানজ্যাকশন করার ক্ষেত্রেও প্রযোজ্য। HDFC ব্যাঙ্কের ক্যাশব্যাক অফার এবং ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলিয়ে এখন MacBook Air M1 কিনতে গেলে দাম পড়বে 79,500 টাকা।

কিছুদিন আগে ব্ল্যাক ফ্রাইডে সেল উপলক্ষে অ্যামাজন থেকে MacBook Air M1 কেনা যাচ্ছিল 80,900 টাকায়। তাই 79,500 টাকা বাজেটকে এই বছরের MacBook Air M1 ডিভাইসের সেলের ক্ষেত্রে বেস্ট অফারই বলা চলে।

প্রসঙ্গত, MacBook Air M1 ডিভাইস লঞ্চ করেছে আগের বছরে । এইন ডিভাইসে রয়েছে অ্যাপেলের নিজস্ব M1 চিপসেট। এই চিপসেট আসছে 8 কোর CPU, 8 কোর GPU, 8GB মেমোরি এবং 256GB SSD স্টোরেজের সাথে। এই ল্যাপটপে রয়েছে রেটিনা ডিসপ্লে এবং আসছে ব্যাকলিট ম্যাজিক কীবোর্ডের সাথে। MacBook Air M1 ডিভাইসের পাওয়ার বাটনে রয়েছে টাচ আইডি ফিচার। এই ল্যাপটপ আসে Force টাচ ট্র্যাকপ্যাডের সাথে। এছাড়া এই ডিভাইসে কানেক্টিভিটির জন্য রয়েছে Wi-Fi 6 এবং দুটি থান্ডারবোল্ট পোর্ট। MacBook Air M1 ল্যাপটপ আসছে টানা 18 ঘণ্টার ব্যাটারি লাইফের সাথে।

Apple MacBook Air M1 ডিভাইসে রয়েছে 13.3 ইঞ্চির LED ব্যাকলিট ডিসপ্লে। স্ক্রিনের পিক্সেল রেজোলিউশন রয়েছে 2560X1600 পিক্সেল। এই ল্যাপটপ আসছে 227 PPI পিক্সেল ডেনসিটির ডিসপ্লের সাথে। এই ডিভাইসের পিক ব্রাইটনেস লেভেল রয়েছে 400 নিটস। MacBook Air M1 ল্যাপটপে রয়েছে 720P কোয়ালিটির ফেসটাইম এইচডি ক্যামেরা। এছাড়া রয়েছে স্টেরিও স্পিকারের সাপোর্ট। এই ল্যাপটপ ডিভাইসের ওজন রয়েছে 1.29 কিলোগ্রাম। 1 লাখ টাকা বাজেটের ল্যাপটপগুলির মধ্যে এই ডিভাইস হতে পারে বেস্ট চয়েস।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo