HIGHLIGHTS
রিয়েলমি X2 ফোনের সঙ্গে রিয়েলমি বাডস এয়ার 3,999 টাকায় লঞ্চ করা হয়েছিল
আর এটি তিনিটি রঙে এসেছে
আর আজকে আপনারা এটি দুপুর 12 টার সময় কালো, সাদা আর হলুদ রঙে কেনা যাবে
আজকে রিয়েলমির Realme Buds Air য়ের প্রথম সেল হবে। আর এটি আপনারা আজকে দুপুরে ফ্ল্যাশ সেলে ফ্লিপকার্ট আর রিয়েলমি ডট কমে কিনতে পারবেন। আর আর এটি আজ দুপুর 12টায় কেনা যাবে। আর এটি রিয়েলমি X2 ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছিল।
Surveyএর সঙ্গে কোম্পানি ডিজিটাল পেমেন্ট পরিষেবা লঞ্চ করেছে যার নাম Realme PaySa। আর এই স্মার্টফোন কোম্পানি তাদের বাডস অ্যাপেল এয়ার পডের মতন দেখতে করেছে।
যারা এই বাডসটি কিনতে চান তারা এটি রিয়েলমি ডট কম থেকেও কিনতে পারবেন। আর এই ডিভাইসের বিষয়ে কোম্পানি 400 টাকা ডিস্কাউন্টের কথা বলেছে। আর এয়াটি আপনারা সাদা, কালো আর হলুদ রঙে কিনতে পারবেন।
আমরা যদি স্পেক্স দেখি তবে এটি আপনারা অনেক সুবিধার সঙ্গে কিনতে পারবেন। আর আপনাদের এও বলে রাখি যে এটি একটি চিপের সঙ্গে এসেছে। আর এটি “সুপার লো লেটেন্সি’ গেমিং মোডের মতন একাধিক স্ট্যান্ড আউট সুবিধার সযঙ্গে এসেছে। আর কোম্পানি LSP অ্যাম্বিয়েন্ড মাল্টি লেয়ার কম্পোজ ডায়াফ্রাম আর 12mm অডিও ড্রাইভার যুক্ত হবে।