নতুন জেব্রা ওয়ারলেস ইয়ারবাডস লঞ্চ হল

HIGHLIGHTS

‘এলিট 65 টি’ ওয়ারলেস কানেকশান নিশ্চিত করার জন্য আর সব থেকে ভাল ভয়েস কোয়ালিটি দেওয়ার জন্য বানানো হয়েছে

নতুন জেব্রা ওয়ারলেস ইয়ারবাডস লঞ্চ হল

নিজেদের ওয়ারলেস সিরিজে আরও বাড়ানোর জন্য ডেনমার্কের কোম্পানি জেব্রার সকারী কোম্পানি জিএন নেটকম গত বৃহস্পতিবার ‘এলিট 65 টি’ ট্রু ওয়ারলেস হার্ডওয়ার্স ভারতের বাজারে লঞ্চ করেছে, যার দাম 12,999 টাকা রাখা হয়েছে। কোম্পানি এক জায়গায় বলেছেন জে এই ডিভাইসের ব্যাটারি লাইফ 15 ঘন্টার (ক্রেডালের সঙ্গে) আর এর আওয়াজ আরও বাড়ানো হয়েছে। এসেগেল ফ্লিপকার্টের কুলিং ডেজ সেল

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

‘এলিট 65 টি’তে থাকা ওয়ারলেস কানেকশান সুনিশ্চিত করতে আর সব থেকে বেশি ভয়েস দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।

এই ইয়ারবার্ডস ‘জেব্রা সাউডপ্লাস’ অ্যাপের মাধ্যমে মিউজিক ইকুলাইজ প্রোগ্রাম দেওয়ার অভিজ্ঞতা দেয়।

এটি একটা হাল্কা ওজনের ডিভাইস আর এর ব্যাপারটি খেয়াল রেখে বলা হয়েছে যে এটি 5 ঘন্টা অব্দি চলে।

এই ডিভাইসটি সমস্ত প্রধান ভয়েস অ্যাসিস্টেন্স সাপোর্ট করে, যার মধ্যে অ্যামাজন অ্যালেক্সাও আছে।

জেব্রা মোবাইল ফিচার যুক্তকারী প্রথম কোম্পানি, যা সোজা ইয়ারবাডসের মাধ্যমে অ্যালেক্সা অ্যাক্সেসের সুবিধা দেয়।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo