ভারতে নতুন ব্লুটুথ হেডফোন লঞ্চ হল, দাম মাত্র 3,999 টাকা

HIGHLIGHTS

ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স যুক্ত এই ডিভাইসে অ্যাপেল সিরি আর গুগল নাওএর জন্য নির্দিষ্ট বটন দেওয়া হয়েছে

ভারতে নতুন ব্লুটুথ হেডফোন লঞ্চ হল, দাম মাত্র 3,999 টাকা

ডেনমার্কের জিয়ন নেটকমের সহায়ক কোম্পানি জাব্রা এই মঙ্গলবার ভারতীয় বাজারের জন্য জাব্রা ‘এলিট 25ই’ হেডফোন্স 3,999 টাকায় লঞ্চ করেছে। এটি কোম্পানির ইন-ইয়ার-হেডফোন আর অন-এয়ার-অডিও ওয়ারলেস তৈরি করেছে। এই হেডফোনে গান ছারাও কল করা বা কল শোনা যাবে এর ব্যাটারি টাইম 18 ঘন্টা।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

জাব্রার ভাইস প্রেসিডেন্ট ক্ল্যাম মক্যাডলার এক যায়গায় বলেছেন যে, “এই দামে বাজারে পাওয়া অন্য কোন ডিভাইসের ব্যাটারি লাইফ এত নয়, যা ‘জাব্রা এলিট 25ই’ হেডফোন্সে আছে”।

ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স যুক্ত এই ডিভাইসে অ্যাপেল সিরি আর গুগল নাওএর জন্য নির্দিষ্ট বটন দেওয়া হয়েছে।

এর নতুন ডায়রাইজাল ডিজাইনের কারন এটি পড়লে তা বেশি সুরক্ষিত আর আরামদায়ক হয় আর এটি আওয়াজ রিসিভও বেশ ভাল।

এই হেডফোনে ব্লুটুথের মাধ্যমে আটটি ডিভাইস কানেক্ট করা যায়। যাতে ডিভাইস একই সময় এক সঙ্গে ‘মাল্টি ইউজার’ ফিচারের সঙ্গে কানেক্ট করা যেতে পারে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo